Shefali Jariwala Death

‘এ সব কাজ বন্ধ করো’ শেফালির কোন কাজকর্ম দেখে বেজায় চটে যান সলমন?

২০০২ সাল সবে ইন্ডি পপ গান শুরু হয়েছে টেলিভিশনে। ঝলমলে পোশাকে নাচতে নাচতে এলেন সেই তরুণী। কেউ তাঁকে চেনেন না তখনও। কিন্তু চিনে নিলেন এক রাতেই। সেই দেখে বেজায় রেগে গেলেন সলমন!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৯:৩০
Share:

শেফালিকে ‘শাসন’ করতেন সলমন? ছবি: সংগৃহীত।

শেফালি জ়ারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছরেই থমকে গেল তাঁর জীবন। যদিও তাঁর কাজ মনে রেখেছেন দর্শক। জনপ্রিয় ‘কাঁটা লাগা গার্ল’ ৩৫টি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছিলেন সব মিলিয়ে। ২০০৪ সালেই বলিউডে পদার্পণ ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও-র চরিত্রে। বারুদের মতো যেমন জ্বলে উঠেছিলেন, তেমনই উধাও হয়ে গিয়েছিলেন শেফালি তারাবাতির মতো। ২০০২ সাল সবে ইন্ডি পপ গান শুরু হয়েছে টেলিভিশনে। ঝলমলে পোশাকে নাচতে নাচতে এলেন সেই তরুণী। কেউ তাঁকে চেনেন না তখনও। কিন্তু চিনে নিলেন এক রাতেই। নিমেষে ভাইরাল ‘কাঁটা লাগা’ গানের ভিডিয়ো। পায়ে পায়ে আগুন! গায়ে সেই ‘কাঁটা’ এসে লাগছে দর্শকেরও! গোটা ভারত বুঁদ তাঁর গানের মূর্ছনায়। এই শেফালির গান শুনেই বেজায় চটে যান সলমন!

Advertisement

শেফালির এই গান যখন প্রকাশ পায় তখন ক্ষুব্ধ হন খোদ লতা মঙ্গেশকর। আপত্তি জানিয়েছিলেন সলমন খান। এই গানের নির্মাতা বিনয়কে ফোন করে সলমন বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘এ সব যৌন উদ্দীপক কাজ করা বন্ধ করো তোমরা। মানুষ ভাল যখন, ভাল কাজ করো।’’ যদিও সলমনের কথায় কান দেননি তাঁরা। ‘কাঁটা লাগা’র পরে ‘কলিয়োঁ কা চমন’, ‘চড়তি জওয়ানি’র মতো হিট হিন্দি গানের রিমেক করেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও জুটি। পরে অবশ্য শেফালি সলমনের সঞ্চালনায় ‘বিগ বস্ ১৩’ এ অংশ নেন, সেই সময় শেফালির সঙ্গে সৌজন্যের সম্পর্ক ছিল অভিনেতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement