Bollywood

শাহরুখ, অক্ষয়ের পরে কর্ণের শোয়ে এ বার সলমন

শাহরুখ-আলিয়াকে অতিথি করে শুরু হয়েছে কর্ণের জনপ্রিয় টক শোর পঞ্চম পর্ব। টুইঙ্কল-অক্ষয় এসে আরও এক ধাপ জমিয়ে দিয়েছে এই শো। বলি পাড়ার খবর, কর্ণের শো-তে এ বার আসছেন সলমন খান। যদিও প্রথমে তিনি ব্যস্ত থাকার দোহাই দিয়ে শোয়ে আসতে পারবেন না জানিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ১০:৫৫
Share:

শাহরুখ-আলিয়াকে অতিথি করে শুরু হয়েছে কর্ণের জনপ্রিয় টক শোর পঞ্চম পর্ব। টুইঙ্কল-অক্ষয় এসে আরও এক ধাপ জমিয়ে দিয়েছে এই শো। বলি পাড়ার খবর, কর্ণের শো-তে এ বার আসছেন সলমন খান। যদিও প্রথমে তিনি ব্যস্ত থাকার দোহাই দিয়ে শোয়ে আসতে পারবেন না জানিয়েছিলেন। বি-টাউনে গুজব ছিল, সলমনের সঙ্গে এবার শোয়ে সঙ্গী হয়ে আসবেন তাঁর প্রাক্তন বান্ধবী ক্যাটরিনা কইফ। কিন্তু সূত্রের খবর, ক্যাটরিনা নয়, সলমন সঙ্গে আসবেন তাঁর কাছের দুই মানুষ। তাঁরা হলেন সলমনের দুই ভাই আরবাজ খান এবং সোহেল খান।

Advertisement

কর্ণের শোয়ে খানেরা তিন ভাই যদি আসেন, তাহলে সেটা সত্যিই বেশ অন্য রকম হবে। সবচেয়ে বড় কথা এই শোয়ের র‍্যাপিড ফায়ার রাউন্ডে কর্ণ কী ভাবে তিন খানকে এক সঙ্গে সামলান, সেটাই দেখার।

সাতের দশকের বিখ্যাত সিনেমা ‘অমর আকবর অ্যান্টনি’র রিমেক করার কথা ভাবছেন সলমনরা। তবে ছবিটি এখনও ভাবনাচিন্তার স্তরে রয়েছে। তার আগে তিন ভাইকে এক সঙ্গে নিজের শোয়ে এনে কি অন্য কোনও বার্তা দিতে চাইছেন কর্ণ?

Advertisement

আরও পড়ুন...
সাবান বা শ্যাম্পু ব্যবহারই করেন না শাহরুখ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement