সলমনের হাত ধরে আসবেন নূতনের নাতনি

নিকোলাস স্পার্কসের জনপ্রিয় উপন্যাস ‘নোটবুক’ অবলম্বনে ছবি। নতুন নায়িকা প্রানূতনকে সলমন লঞ্চ করতে চলেছেন তা আগেই জানা গিয়েছিল। তিনি নূতনের নাতনি।

Advertisement
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০০:০১
Share:

প্রানূতন-জ়াহির

ইন্ডাস্ট্রিতে নতুন মুখদের ভরসা সলমন খান। ফের নতুন জুটি লঞ্চ করতে চলেছেন তিনি।

Advertisement

নিকোলাস স্পার্কসের জনপ্রিয় উপন্যাস ‘নোটবুক’ অবলম্বনে ছবি। নতুন নায়িকা প্রানূতনকে সলমন লঞ্চ করতে চলেছেন তা আগেই জানা গিয়েছিল। তিনি নূতনের নাতনি। ছবির নায়ক জ়াহির ইকবালও নতুন। জ়াহিরের বাবা সলমনের ঘনিষ্ঠ বন্ধু। সলমন নিজের প্রোডাকশনেই ছবিটি করছেন। রিলিজ়ের দিনও ঘোষণা করে দিয়েছেন। টুইট করেছেন, ‘সবচেয়ে সুন্দর ভালবাসার গল্প আসছে ২৯ মার্চ, ২০১৯’।

ছবির পরিচালক নিতিন কক্কর। কাশ্মীরের প্রেক্ষাপটে এই প্রেমের গল্প পরিচালনা করবেন তিনি। সলমনের হাত ধরে এই বছরই ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয়েছে আয়ুষ শর্মা, ওয়ারিনা হুসেনের। তার আগে সূরজ পাঞ্চোলি, আথিয়া শেট্টিদেরও লঞ্চ করেছেন তিনি। এই নতুন জুটি কতটা সফল হবে, তা সময়ই বলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement