Salman Khan

সলমনের বিরুদ্ধে লাগাতার কুমন্তব্য, ‘দবং’ পরিচালককে সতর্ক করল আদালত, দিতে হবে কত কোটির ক্ষতিপূরণ?

গত বছর থেকে লাগাতার সলমনকে বাক্যবাণে বিদ্ধ করেছেন অভিনব কাশ্যপ। এ বার সলমন ও তাঁর পরিবারের মানহানি করার জন্য কত টাকার ক্ষতিপূরণ দিতে হবে ‘দবং’ পরিচালককে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:৪৯
Share:

সলমনকে কুকথা বলার মাশুল গুনল অভিনব? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে বার বার সলমন খানের বিরুদ্ধে নানা ধরনের কুমন্তব্য করে গিয়েছেন ‘দবং’ পরিচালক অভিনব কাশ্যপ। শুধু সলমনই নয়, অভিনব টেনে এনেছেন তাঁর পরিবারকেও। এ বার সলমনের বিরুদ্ধে কুকথা বলা থেকে অভিনবকে বিরত থাকার নির্দেশ দিল আদালত। শুধু তা-ই নয়, সলমনের পরিবারের মানহানির জন্য মোটা টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত।

Advertisement

গত বছর থেকে লাগাতার সলমনকে বাক্যবাণে বিদ্ধ করেছেন অভিনব। কখনও সলমনকে ‘গুন্ডা’ বলেছেন। কখনও বলেছেন ‘প্রতিহিংসাপরায়ণ’। সলমন তাঁর কাজ কেড়ে নিয়েছেন, এমন অভিযোগও আনেন অভিনব। শুধু তা-ই নয়, সলমনের বাবা, দুই ভাইকেও ছাড়েননি অভিনব।

সম্প্রতি অভিনব কাশ্যপ, কোমল মেহেরু, খুশনু হজারে, জন ডো এবং বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সলমন খান। সেই প্রেক্ষিতেই আদালতের নির্দেশ, বাক্‌স্বাধীনতার নামে কোনও ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর বা হুমকিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। পাশাপাশি, সলমনের আইনজীবী প্রদীপ গান্ধী কাশ্যপের ওই বিস্ফোরক সাক্ষাৎকারগুলি তুলে নেওয়ার আবেদন জানিয়ে ৯ কোটি টাকা মানহানি মামলা দায়ের করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, অভিনবের ধারাবাহিক ভাবে করা মন্তব্যের জেরে সলমন ও তাঁর পরিবারের মানহানি হয়েছে। ক্ষতিপূরণ বাবদ মোটা অর্থ দেওয়ার জন্য অভিনবকে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement