Celebrity Death News

বলিউডে ফের দুঃসংবাদ! মাত্র ৫৪-য় প্রয়াত সলমন খানের সহ-অভিনেতা মুকুল দেব

খবর, শুক্রবার রাতে মারা যান তিনি। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১১:৪৬
Share:

প্রয়াত অভিনেতা মুকুল দেব। ছবি: সংগৃহীত।

বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। বয়স মাত্র ৫৪ বছর! খবর, শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। মুকুলের মৃত্যুর খবর সমাজমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। মুকুলের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া মায়ানগরীতে। সদ্যপ্রয়াত অভিনেতার বন্ধুরা সঙ্গে সঙ্গে পৌঁছে যান তাঁর বাড়িতে।

Advertisement

মনোজের মতোই মুকুলের এক বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সমাজমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি অভিনেতার একটি পুরনো ছবি-সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “RIP”। এ-ও লেখেন, “মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।”

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোট পর্দা থেকে বড় পর্দা— সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তাঁর। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সলমন খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তাঁর ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। সব ক’টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ।

Advertisement

নয়াদিল্লিতে এক পঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। বড় ভাই রাহুল দেবও জনপ্রিয় অভিনেতা। মুকুলের বাবা হরি দেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে ছোট ছেলের প্রাথমিক পরিচিতি গড়ে তুলেছিলেন তিনিই। হরি দেব মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পুশতু ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন সদ্যপ্রয়াত অভিনেতা। এ ছাড়াও, মুকুল ‘ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি’র একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটও ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement