সলমন খারাপ নেই, জানালেন অর্পিতা

দু’এক দিন কাজ থেকে ছুটি নিয়েছেন তিনি। তাতেই গুঞ্জন শুরু বলিউডে। তিনি সলমন খান। কিন্তু ছুটি নেওয়ার তো বিভিন্ন কারণ হতে পারে। ঘোর বর্ষায় আলস্য আসতে পারে। সম্প্রতি তাঁর মনে প্রেম জেগেছে। সেই প্রেমও হতে পারে সাময়িক বিরতির কারণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ১৮:৩০
Share:

দু’এক দিন কাজ থেকে ছুটি নিয়েছেন তিনি। তাতেই গুঞ্জন শুরু বলিউডে। তিনি সলমন খান। কিন্তু ছুটি নেওয়ার তো বিভিন্ন কারণ হতে পারে। ঘোর বর্ষায় আলস্য আসতে পারে। সম্প্রতি তাঁর মনে প্রেম জেগেছে। সেই প্রেমও হতে পারে সাময়িক বিরতির কারণ। কিন্তু বলিউডে জোর গুঞ্জন চলছিল পিঠে ব্যথার জন্য নাকি ‘বজরঙ্গি ভাইজান’-এর প্রোমোশনে উপস্থিত থাকতে পারছেন না সলমন খান। সে গুঞ্জনকে নস্যাত্ করে দিলেন সলমলের বোন অর্পিতা খান। টুইটারে তিনি জানিয়েছেন, “সলমন ভাই ভাল আছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।” ভক্তরা ভাল বা খারাপ— সব সময়ই সল্লু মিঞার পাশেই থাকেন। এজন্যও তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অর্পিতা। প্রসঙ্গত, সময় দিতে না পারায় ‘ঝলক দিখ লা যা’-র শ্যুটিংও করছেন না ‘দাবাং’ খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement