Celeb Gossip

সামান্থা-নাগা আলাদা হয়ে গিয়েও বাবা-মা হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন কী ভাবে?

নাগা-সামান্থার পথ আলাদা হয়ে গিয়েছে বেশ কয়েক বছর হল। এখনও মা-বাবা হিসাবে সামলাচ্ছেন দুই তারকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:৫৮
Share:

(বাঁ দিকে) সামান্থা রুথ প্রভু, নাগা চৈতন্য। ছবি: সংগৃহীত।

জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালার সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেতা। প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই শোভিতার সঙ্গে প্রেম শুরু হয় নাগার। অবশেষে ২০২১-এ সামান্থার সঙ্গে দীর্ঘ চার বছরের বৈবাহিক জীবনে ইতি টানেন নাগা। তার পর দীর্ঘ চাপানউতর চলে নাগা-সামান্থা ও তাঁদের অনুরাগীদের মধ্যে। নাগা এখন সংসারী, শোভিতার সঙ্গে সুখী, এমনটাই জানিয়েছেন তিনি। অন্য দিকে সামান্থা নিজের কর্মব্যস্ততা বাড়িয়ে দিয়েছেন। এক সময় সামান্থা নিজেই জানিয়েছিলেন, তিনি ও তাঁর প্রাক্তন স্বামী একটা ঘরে থাকলে খুনোখুনি হতে পারে। যদিও সময়ের সঙ্গে প্রলেপ পড়ে ক্ষতে। তাঁদের পথ আলাদা হয়ে গেলেও এখনও মা-বাবা হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন দুই তারকা।

Advertisement

২০২১ সালের অগস্ট মাসের মধ্যেই নাকি পরিবার পরিকল্পনা করছিলেন সামান্থা। নাগার সন্তানের মা হওয়ার কথা ভাবছিলেন তিনি। কিন্তু তার দু'মাসের মাথাতেই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন সামান্থা ও নাগা। তবে সন্তান আছে। তিনটি পোষ্য রয়েছে অভিনেত্রীর। দু'টি কুকুর একটি বিড়াল। যার মধ্যে একটি কুকুরকে নাগ-সামান্থা দু’জনে মিলে পরিবারে আনেন। বিচ্ছেদ হয়ে গেলেও নাকি তাঁদের প্রিয় হ্যাশের দায়িত্ব এখনও ভাগাভাগি করে সামলান তাঁরা। হ্যাশকে সম্প্রতি নাগার সঙ্গে শরীরচর্চা করার সময় যেমন দেখা গিয়েছে্, তেমনই দেখা গিয়েছে সামান্থার বিছানায় শুয়ে থাকতে। তার পর থেকেই অনুরাগীদের জল্পনা, তা হলে হ্যাশের কারণে একেবারে যোগাযোগ ছিন্ন হয়নি তাঁদের। এখনও এই একটি কারণ রয়ে গিয়েছে তাঁদের যোগসূত্র হয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement