Soha Ali Khan

‘গায়ের চামড়া মোটা করো’, ভাইপো ইব্রাহিমকে কেন এমন উপদেশ দিতে বাধ্য হলেন পিসি সোহা?

ইব্রাহিমের অভিনয় দক্ষতা নিয়ে কাটাছেঁড়া চলেছে সমাজমাধ্যমে। এ বার ভাইপোর পাশে দাঁড়ালেন পিসি সোহা আলি খান। পাশাপাশি দিলেন কোন উপদেশ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:৫৩
Share:

ভাইপো ইব্রাহিমকে কোন উপদেশ দিলেন সোহা? ছবি: সংগৃহীত।

সইফ আলি খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছেন কর্ণ জোহর। সকলের ভাগ্য ইব্রাহিম আলি খানের মতো হয় না। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নবাগত অভিনেতা। ছবিমুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখোমুখি হয়েছেন ইব্রাহিম। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ইব্রাহিমের প্রথম ছবি ‘নাদানিয়াঁ’। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কাটাছেঁড়া চলেছে সমাজমাধ্যমে। এ বার ভাইপোর পাশে দাঁড়ালেন পিসি সোহা আলি খান। পাশাপাশি দিলেন কোন উপদেশ?

Advertisement

ছবি দেখার পর অনেকেই দাবি করেছেন, ইব্রাহিমের কেরিয়ার বেশি দূর অগ্রসর হবে না। কারণ এই ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করতে পারেনি। একই ভাবে সমালোচিত হয়েছেন ইব্রাহিমের সহ-অভিনেত্রী খুশি কপূর। সোহা অবশ্য জানান, অভিনেতাদের আসলে খুব সহজে নিশানায় ফেলা যায়। সোহা নিজে বিদেশের চাকরি ছেড়ে বলিউডে পা রেখেছিলেন। বেশ কিছু ছবি করেন, কিন্তু সে ভাবে সাফল্য পাননি। যদিও এখন তিনি অভিনয় থেকে দূরে। তবে ভাইপোর কেরিয়ার সবে শুরু হয়েছে সেই প্রসঙ্গে বলেন, ‘‘নিজের গায়ের চামড়া মোটা করতে হবে। যে যা বলবে সেটা যেমন শোনার দরকার নেই। আবার কিছু সময় মানুষের বক্তব্য জানাটার প্রয়োজন রয়েছে। নিজের শিল্পের প্রতি সৎ থাকো এবং কাজ করো। সাফল্য বা ব্যর্থতা কোনওটারই নিজের উপর প্রভাব ফেলতে দেওয়া যাবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement