Sunny Deol on Fawad Khan

ভারতে ফওয়াদের ছবি নিয়ে ফের বিতর্ক! পাকিস্তানি অভিনেতাকে নিয়ে কী বললেন ‘দেশপ্রেমী’ সানি?

বিভিন্ন মহল থেকে ফওয়াদের ছবি ‘আবির গুলাল’-এর উপর নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয়েছে। তবে অভিনেতা সানি দেওল অন্য মত প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৬:৪১
Share:

ফওয়াদকে নিয়ে কী বললেন সানি? ছবি: সংগৃহীত।

ভারতে মাত্র কয়েকটি ছবি করেই দর্শকের মন জয় করেছিলেন ফওয়াদ খান। কিন্তু উরি হামলার পরে এই দেশে নিষিদ্ধ হয়ে যান পাকিস্তানের শিল্পীরা। অবশেষে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ ৯ বছর পরে বলিউডের ছবিতে ফিরেছেন ফওয়াদ। এই খবর ছড়িয়ে পড়তেই ফের বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে ফওয়াদের ছবি ‘আবির গুলাল’-এর উপর নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয়েছে। তবে অভিনেতা সানি দেওল অন্য মত প্রকাশ করেছেন।

Advertisement

একের পর এক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেছেন সানি। তাঁর নামের সঙ্গে দেশপ্রেমী তকমাও রয়েছেন। তিনি ফওয়াদের প্রত্যাবর্তনে খুশি। সাক্ষাৎকারে সানি বলেছেন, “আমরা অভিনেতা। সারা বিশ্বে সবার জন্য আমরা কাজ করি। আমরা যত বেশি কাজ করব, তত বেশি সারা বিশ্বে আমাদের দেশের ছবি পরিচিতি পাবে। এমন ভাবেই তো কাজ হওয়া উচিত।” তাই ফওয়াদের ছবি নিয়ে তাঁর কোনও আপত্তি নেই বলে স্পষ্ট জানান সানি।

ফওয়াদকে শেষ দেখা গিয়েছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কপূর অ্যান্ড সন্‌স’ ছবিতে। ২০১৬ সালে উরি হামলার পরে দুই দেশের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। পাকিস্তানের অভিনেতাদের উপর তাই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। পাকশিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারির জন্য আদালতেও আবেদন করা হয়েছিল। অবশেষে ২০২৩ সালে বম্বে হাই কোর্ট থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। ‘আবির গুলাল’ ছবিতে বাণী কপূরের বিপরীতে অভিনয় করছেন ফওয়াদ। অন্য দিকে সানি ব্যস্ত তাঁর ছবি ‘জাট’-এর প্রচার নিয়ে। অভিনেতার ছবি ‘গদর ২’ বক্স অফিসে বিশেষ সাড়া ফেলেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement