Samantha Ruth Prabhu

উর্বশীর পর এ বার সামান্থার মন্দির, পুজো হয় অভিনেত্রীর! আর কী হয় সেখানে?

অন্ধ্রপ্রদেশে তৈরি হল সামান্থা নামের মন্দির। সেখানেই মূর্তি বসল, হবে পুজো পাঠ। আরাধ্য দেবী হিসেবে পূজিত হবেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:৫৯
Share:

(বাঁ দিকে) উর্বশী রৌতেলা, সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।

উর্বশী রৌতেলার নামে মন্দির, তা-ও আবার বদ্রীনাথে! এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয় তিনি দাবি করেছিলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে তাঁর মন্দির। সেখানে তাঁকে নাকি ‘দমদমি মাই’ বলে ডাকা হয়। এ নিয়ে বিতর্ক গড়ায় বহু দূর। অভিনেত্রীর নামে দায়ের হয় লিখিত অভিযোগও।

Advertisement

এ বার দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও কি হাঁটলেন উর্বশীর দেখানো পথে! অন্ধ্রপ্রদেশে তৈরি হল ‘সামান্থা’ মন্দির। সেখানেই মূর্তি বসল, পুজো হবে। আরাধ্যা হিসেবে পুজো পাবেন তিনি!

গত ২৮ এপ্রিল জীবনের আরও একটা বসন্ত পার করলেন অভিনেত্রী। তাঁর জন্মদিনের উপহার স্বরূপই বাপতলা জেলার আলাপাডু গ্রামের সন্দীপ নামের এক অনুরাগী বানালেন সামান্থার নামে মন্দির। সোনালি রঙের মূর্তি নির্মাণ করা হয়েছে। সামান্থার জন্মদিন উপলক্ষে শুধু মন্দির নির্মাণ নয়, দুঃস্থ শিশুদের নরনরায়ণ রূপে সেবা করেন ওই যুবক।

Advertisement

সামান্থার কাজে ওই অনুরাগী এতটাই অনুপ্রাণিত যে আস্ত মন্দির নির্মাণ করে ফেলেছেন তিনি। তবে দক্ষিণ ভারতে প্রিয় তারকাদের জন্য মন্দির নির্মাণের চল নতুন কিছু নয়। অনুরাগীরা প্রিয় তারকাকে সম্মান জানাতে এমনটা করেই থাকেন। রজনীকান্ত থেকে নিধি অগরওয়াল— একাধিক তারকার নামাঙ্কিত মন্দির রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement