কিছুদিন আগে সলমন খানকে ‘অ্যারোগান্ট’ বলেছিলেন সঞ্জয় দত্ত। মনে হচ্ছিল, দু’জনের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। এখন অবশ্য সঞ্জয় অন্য কথা বলছেন। তাঁর বক্তব্য, এক গেম শোয়ে তাঁকে একটি বাক্যে সলমনকে বিশ্লেষণ করতে বলা হয়। তাই তিনি ‘অ্যারোগান্ট’ বলেন। ‘‘শব্দটা তো খারাপ কিছু নয়। কেউ একই সঙ্গে অ্যারোগান্ট এবং ভাল মানুষ হতেই পারেন,’’ বলছেন সঞ্জয়। সত্যিই কি তাই? না কি ভাইজানকে চটাবেন না বলেই এখন এসব বলছেন!