Sanjay Dutt

মায়ের হাসপাতালেই?

রবিবার মুম্বইয়ের এক হাসপাতালে কিছু টেস্ট করাতে গিয়েছিলেন সঞ্জয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ০০:০৩
Share:

সঞ্জয়

সমাপতন বোধহয় একেই বলে! মা নার্গিস নিউ ইয়র্কে যে হাসপাতালে ক্যানসারের চিকিৎসার জন্য ছিলেন, সেখানেই সঞ্জয় দত্তও ভর্তি হবেন বলে খবর। গত মঙ্গলবার জানা যায়, লাং ক্যানসারের স্টেজ ফোরে ভুগছেন সঞ্জয়। চিকিৎসার জন্য তিনি আমেরিকাতেই যাচ্ছেন বলে খবর। রবিবার মুম্বইয়ের এক হাসপাতালে কিছু টেস্ট করাতে গিয়েছিলেন সঞ্জয়। এ দিন ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জয়কে নিয়ে পোস্ট দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু পরেশ গিলানি। ‘সঞ্জু’তে ভিকি কৌশল অভিনীত কমলি চরিত্রটির অনুপ্রেরণা ছিল পরেশ। তিনি লিখেছেন, ‘‘অ্যামিউসমেন্ট পার্ক একপ্রস্ত ঘুরেছি ঠিকই। কিন্তু চলা এখনও শেষ হয়নি। আর একবার রোলার কোস্টার রাইডের জন্য তৈরি হতে হবে।’’ পরেশ তাঁর পোস্টে সঞ্জয়ের উদ্দেশে লিখেছেন, ‘শের হ্যায় তু শের...’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement