Hrithik Roshan Birthday

‘সুজ়ান-হৃতিকের বিচ্ছেদ হলেও কোনও তিক্ততা নেই’, প্রাক্তন জামাইয়ের জন্মদিনে কী বললেন সঞ্জয় খান?

হৃতিককে ছেলের মতো ভালবাসেন তিনি। প্রথম দিন কী কথা হয়েছিল হৃতিকের সঙ্গে? জন্মদিনে কোন গল্প শোনালেন নায়কের প্রাক্তন শ্বশুর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১১:৫৩
Share:

হৃতিকের জন্মদিনে কী লিখলেন তাঁর প্রাক্তন শ্বশুর সঞ্জয় খান? ছবি: সংগৃহীত।

সুজ়ান খান এবং হৃতিক রোশনের বিয়ে ভাঙলেও বাকি সম্পর্কগুলো এখনও মজবুত। তাঁদের ভাঙন যেমন প্রভাব ফেলেনি নিজেদের বন্ধুত্বে, তেমনই পরিবারের বাকিদের সঙ্গেও একই ভাবে সম্পর্ক রয়েছে হৃতিক এবং সুজ়ানের। শ্বশুর সঞ্জয় খানের জন্মদিনে নায়কের লেখাতেই তার প্রমাণ পাওয়া গিয়েছিল। এ বার হৃতিকের জন্মদিনে প্রথম দিন সাক্ষাতের মুহূর্তে ফিরে গেলেন সুজ়ানের বাবা সঞ্জয়।

Advertisement

হৃতিককে ছেলের মতো ভালবাসেন তিনি। প্রথম দিন কী কথা হয়েছিল হৃতিকের সঙ্গে? ছেলে জ়ায়েদ খান প্রথম নিজেদের বাড়িতে নিয়ে যান নায়ককে। তখনও হৃতিক বলিপাড়ার সফল নায়ক নন। জ়ায়েদের বন্ধু হিসাবেই সঞ্জয়ের সঙ্গে দেখা করেছিলেন হৃতিক। সঞ্জয় লেখেন, “প্রথম জ়ায়েদের সঙ্গে আমাদের বাড়িতে এসেছিল হৃতিক। সে সময় আমার প্রাতঃভ্রমণের জন্য আমার একটি সাইকেল দরকার ছিল। জ়ায়েদ বলেছিল হৃতিক হল সঠিক মানুষ যে এই বিষয়ে সাহায্য করতে পারবে। কী সুন্দর করে বুঝিয়েছিল ও।”

তার পরে সেই সম্পর্ক অন্য দিকে গড়ায়। মেয়ে সুজ়ানের সঙ্গে হৃতিকের বিয়ে দেন প্রবীণ অভিনেতা। বিয়ের ১৪ বছর পরে বিয়ের বন্ধন ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সঞ্জয় বললেন, “হৃতিক, সুজ়ানের বিবাহবিচ্ছেদ হলেও কোনও রাগ নেই আমাদের। খুব পরিণত ভাবে ওরা নিজেদের বিচ্ছেদ সামলেছে। আমাদের সম্পর্কের উপরে কোনও প্রভাব পড়েনি। বরং দুটো নাতি পেয়েছি। মজা করে বন্ধুদের বলি, আমার মেয়ে সুজ়ান দারুণ উপহার দিয়েছে। হৃতিক এবং দুই নাতিকে পেয়েছি আমরা।” এ দিন ৫২ বছরের জন্মদিন নায়কের। বিশেষ দিনটা কী ভাবে উদ্‌যাপন করবেন নায়ক, তা অবশ্য এখনও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement