Entertainment News

সঞ্জয় লালী বনশালীর ‘পদ্মাবতী’তে ঐশ্বর্যা?

১৯৯৯। ‘হম দিল দে চুকে সনম’ থেকে শুরু হয়েছে সঞ্জয় লীলা বনশালি এবং ঐশ্বর্যা রাই বচ্চনের ফিল্মি সম্পর্ক। ২০০২-এ ‘দেবদাস’, ২০১০-এ ‘গুজারিশ’-এ তা আরও পাকাপোক্ত হয়েছে। ছ’বছর পর ফের ঐশ্বর্যাকে ফ্রেমবন্দি করতে চান পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ১৬:২৯
Share:

১৯৯৯। ‘হম দিল দে চুকে সনম’ থেকে শুরু হয়েছে সঞ্জয় লীলা বনশালি এবং ঐশ্বর্যা রাই বচ্চনের ফিল্মি সম্পর্ক। ২০০২-এ ‘দেবদাস’, ২০১০-এ ‘গুজারিশ’-এ তা আরও পাকাপোক্ত হয়েছে। ছ’বছর পর ফের ঐশ্বর্যাকে ফ্রেমবন্দি করতে চান পরিচালক। না! লিড রোলে নয়। বরং ‘পদ্মাবতী’তে বচ্চন-বধূর গেস্ট অ্যাপিয়ারেন্স হবে একটি নাচের পারফরম্যান্সে। নাম প্রকাশে অনিচছুক বলি মহলের এক ব্যক্তি বললেন, ‘‘ঐশ্বর্যার সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে ফেলেছেন বনশালী। ১৫-২০ দিনের শুটিং শিডিউল। তার আগে অবশ্য রিহার্সালও হবে। অ্যাশের কয়েকটি সংলাপও রয়েছে। ওঁরা দু’জনেই কাজটা করতে খুব আগ্রহী।’’
কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ শেষবার দেখা গিয়েছে ঐশ্বর্যাকে। এখন হাতে আর তেমন কোনও বড় প্রজেক্ট নেই। তাই সঞ্জয়ের ছবির গেস্ট রোলেই তিনি রাজি হবেন বলে মনে করছেন বলিউডের একটা অংশ।

Advertisement

আরও পড়ুন, ঐশ্বর্যা রাইয়ের আত্মহত্যার চেষ্টার ভুয়ো খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement