বিয়ের গুজব থামতে না থামতেই বলিউডে আর এক কানাঘুঁষো শুরু হল বিরাট কোহলিকে নিয়ে! তাঁর জীবনকে কেন্দ্রে রেখে কি তৈরি হতে চলেছে একটা গোটা ছবি?
বিরাট কোহলির বায়োপিক তৈরি হওয়াটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়! এখন বলিউডে বায়োপিকের ঝড় উঠেছে! বিশেষ করে ক্রিকেটের দুনিয়া থেকে এর মধ্যেই মহম্মদ আজহারউদ্দিন আর এম এস ধোনির বায়োপিক তৈরি হচ্ছে! সেই তালিকায় এ বার বিরাট কোহলির নাম যোগ হলে ক্ষতি কী!
ক্ষতি কিছু না থাকলেও গুজবটার মধ্যে লুকিয়ে আছে অর্ধেক সত্য! বিরাট কোহলির আদলে এক ক্রিকেটারের চরিত্র সেলুলয়েডে তুলে আনতে চলেছেন পরিচালক রোহিত ধবন। ছবির নাম ‘ঢিশুম’! সেই ছবিতেই এক ক্রিকেটারের চরিত্রে ছায়া থাকবে বিরাট কোহলির জীবনের!
এর পর বাকি থাকে কেবল একটাই প্রশ্ন— সেলুলয়েডে বিরাট কোহলির ভূমিকায় অভিনয় করছেন কে?
তাঁর নাম সাকিব সেলিম! নায়িকা হুমা কুরেশির ভাই সাকিব ইতিমধ্যেই তাঁর অভিনয় দক্ষতার জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন বলিউডে। পরিচালকের মনে হয়েছে, বিরাটের মতো একজন অ্যাগ্রেসিভ ক্রিকেটারের চরিত্রে সাকিবকেই সব চেয়ে ভাল মানাবে!
সাকিবও অবশ্য পরিচালককে ‘হ্যাঁ’ বলতে দেরি করেননি! এর মধ্যে চার দিনের শুটিংও সেরে ফেলেছেন তিনি। তবে, ছবিটা নিয়ে সাকিবের আগ্রহের কারণ বিরাট কোহলির ছায়া-চরিত্রে অভিনয় নয়! কারণটা ক্রিকেট! এক সময় নিজেও অনূর্ধ উনিশ ভারতীয় ক্রিকেট দলে খেলেছেন তিনি! সেই আগ্রহ থেকেই ছবিতে সায় দিয়েছেন সাকিব!