Entertainment News

প্রাইভেট পার্টিতে কার সঙ্গে সময় কাটালেন সারা?

সম্প্রতি ‘লহরি সেলিব্রেশন’-এ প্রাইভেট পার্টিতে অংশ নিয়েছিলেন সারা। কিন্তু সঙ্গে কে ছিল জানেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৩:৩৪
Share:

সারা আলি খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ নিজের জাত চিনিয়েছেন সারা আলি খান। তাঁর যে রক্তে অভিনয় রয়েছে সে কথা প্রমাণ করেছেন তিনি। দ্বিতীয় ছবি ‘সিম্বা’তে রণবীর সিংহের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সে ছবিও বক্স অফিসে তিনশো কোটির বেঞ্চমার্ক পেরিয়ে গিয়েছে। ফলে কেরিয়ারের শুরুটা বেশ মসৃণ হয়েছে সারার। জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গেই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলী হচ্ছেন অনুরাগীরা।

Advertisement

সম্প্রতি ‘লহরি সেলিব্রেশন’-এ প্রাইভেট পার্টিতে অংশ নিয়েছিলেন সারা। কিন্তু সঙ্গে কে ছিল জানেন?

আসলে মা অর্থাত্ অভিনেত্রী অমৃতা সিংহের সঙ্গেই এই উত্সব সেলিব্রেট করেছেন সারা। ফ্যাশন ডিজাইনার সন্দীপ খোসলাও ছিলেন ওই পার্টিতে।

Advertisement

আরও পড়ুন, বিকিনিতে প্রিয়ঙ্কা, হনিমুনে গিয়ে ভিডিয়ো তুললেন নিক

দিন কয়েক আগে কর্ণ জোহরের চ্যাট শো-এ সিফ আলি খানের সঙ্গে উপস্থিত ছিলেন সারা। সেখানে তাঁর কথা শুনে চমকে উঠেছিলেন বলি মহলের একটা বড় অংশ। কারণ বয়স অনুযায়ী, সারার কথা বা আচরণে বুদ্ধিমত্তার ছাপ অনেক বেশি ছিল। তিনি স্পষ্ট বলেছিলেন, ‘‘আমি ভাল হলে, আমার কাজই সে কথা বলবে।’’

Happy Lohri #saraalikhan #amritasingh #festival #festivities #sunday #instalove #manavmanglani @manav.manglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন