Entertainment News

মাকে ছেড়ে নতুন বাড়িতে থাকছেন সারা!

সারার অভিনয়ের কেরিয়ার নিয়ে বাড়ির কারও আপত্তি নেই। সইফ-অমৃতা দু’জনেই ফিল্মি দুনিয়ায় তাঁকে স্বাগত জানিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১১
Share:

সারা এবং অমৃতা।

মাত্র কয়েক মাসের মধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব সাড়া পেয়েছেন সারা আলি খান। ডেবিউ ছবি ‘কেদারনাথ’ এবং দ্বিতীয় ছবি ‘সিম্বা’তে প্রশংসিত হয়েছে সইফ আলি খানের মেয়ের অভিনয়। সারার ছোটবেলাতেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সইফ এবং অমৃতার। এতদিন পর্যন্ত মায়ের সঙ্গেই থাকতেন সারা। কিন্তু সম্প্রতি বাড়ি বদল করেছেন এই স্টার কিড। সোশ্যাল মিডিয়ায় নতুন বাড়ির ছবিও দিয়েছেন তিনি।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে, অর্ধেক খোলা প্যাকিং বাক্সের মাঝখানে বসে রয়েছেন সারা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন শুরু।’ সারার এই নতুন উদ্যোগকে যেমন অনেকেই স্বাগত জানিয়েছেন, তেমনই নিন্দুকেরা অন্য প্রশ্নও করছেন। হঠাত্ করেই কেন আলাদা বাড়ির প্রয়োজন হল সারার? মায়ের সঙ্গে থাকাকালীন কি প্রয়োজনীয় স্বাধীনতা পাননি তিনি?

যদিও সারার অভিনয়ের কেরিয়ার নিয়ে বাড়ির কারও আপত্তি নেই। সইফ-অমৃতা দু’জনেই ফিল্মি দুনিয়ায় তাঁকে স্বাগত জানিয়েছেন। যতটা সম্ভব গাইড করেছেন মেয়েকে। তা হলে কোন স্বাধীনতার খোঁজে আলাদা বাড়ি নিলেন সারা? ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মত, স্বাবলম্বী হওয়ার পর যে কেউ আলাদা থাকার সিদ্ধান্ত নিতেই পারেন। সেই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।

Advertisement

আরও পড়ুন, কর্ণের শোয়ে এ বার কার্তিক, সারা নিয়ে প্রশ্ন উঠতেই বললেন...

Here’s to new beginnings! 💘💝💞💖💗

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement