(বাঁ দিকে) যিশু সেনগুপ্ত। সারা সেনগুপ্ত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
ছোট্ট ‘উমা’ বড় হয়েছেন অনেকটাই। তিনি এখন সুপার মডেল। স্কুলের গণ্ডি পেরিয়েই মডেলিং কেরিয়ারে মন দিয়েছেন সারা সেনগুপ্ত।
বাবা যিশু সেনগুপ্ত অভিনেতা। মা নীলাঞ্জনা শর্মাও এক সময় অভিনয় করতেন মুম্বইয়ে। এখন তিনি টলিপাড়ার দাপুটে প্রযোজক। তাই ছোটবেলা থেকে লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়েই বড় হয়ে উঠেছে সারা। কিন্তু অভিনয় নয়, র্যাম্পই তাঁকে টেনেছে বরাবর। নিজেকে সেইমতোই তৈরিও করছেন। ছিপছিপে চেহারা, ধারালো চিবুক— একেবারে যেন বিদেশি মডেল।
সাফল্যও কম নয়। দ্বাদশ পাশ করতে না করতেই ঝুলিতে এসেছে বিদেশি সংস্থার বিজ্ঞাপন। ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই তা দেখা যায়। অল্প সময়ে সারার সাফল্যে খুশি তাঁর মা নীলাঞ্জনাও। মাঝেমাঝেই সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে তিনি লেখেন সারার জন্য তিনি কতটা গর্বিত।
সচ্ছল, বিখ্যাত পরিবারে জন্ম হলেও আর পাঁচজন নবাগতের মতোই মুম্বইয়ে দিন কাটাচ্ছেন সারা। সেই ঝলকই মিলল তাঁর ইনস্টাগ্রামের পাতায়। নিজের স্টোরিতে পোস্ট করেছেন তিনি। দেখা যাচ্ছে হাসিমুখে রান্না করছেন যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে। আর ভিডিয়ো কলে রয়েছেন তাঁর মা। সেই ছবি ভাগ করে ইনস্টাগ্রামে নীলাঞ্জনা লেখেন, “এ ভাবেই সবাই বড় হয়ে যায়।”
গত কয়েক মাসে তাঁদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। নীলাঞ্জনা এবং যিশুর দাম্পত্য নিয়ে বিপুল আলোচনা হয়েছে। তাঁরা নাকি আলাদা থাকছেন। আইনি পদক্ষেপ করেছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত বিবৃতিতে কিছু জানাননি কোনও পক্ষই। সম্প্রতি তাঁরা একে অপরকে ‘আনফলো’ও করেছেন সমাজমাধ্যমের পাতায়। তা নিয়েও হয়েছিল চর্চা। আপাতত দুই মেয়েকে নিয়ে সুখের সংসার নীলাঞ্জনার। ছোট মেয়ে জ়ারা সেনগুপ্ত এখনও স্কুলে পড়াশোনা করছে। নীলাঞ্জনা ব্যস্ত নিজের প্রযোজনার কাজে। এরই মধ্যে নিজের স্বপ্নের পথে এগোচ্ছেন সারা, লড়ছেন মুম্বইয়ে।