Entertainment News

‘মেসির খেলা দেখি, তবে আমার ক্রাশ…’

অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা আর্জেন্তিনার সমর্থক। ছোটবেলায় মারাদোনাকে পছন্দ ছিল। সে কারণেই নীল-সাদা জার্সিদের পছন্দ। আজ ক্রোয়েশিয়ার সঙ্গে আর্জেন্তিনার ম্যাচও দেখবেন বলে জানালেন অভিনেত্রী।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ১৯:০৯
Share:

সায়ন্তনী গুহ ঠাকুরতা। ছবি: ফেসবুকের সৌজন্যে।

ফুটবল যুদ্ধ চলছে বিশ্ব জুড়ে। তার আঁচ এসে পড়েছে কলকাতাতেও। ব্রাজিল-আর্জেন্তিনা, মূলত দু’টো দলের সমর্থনে গলা ফাটায় তিলোত্তমা। আর এই হুজুগে বাদ নেই টলি পাড়াও।

Advertisement

অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা আর্জেন্তিনার সমর্থক। ছোটবেলায় মারাদোনাকে পছন্দ ছিল। সে কারণেই নীল-সাদা জার্সিদের পছন্দ। আজ ক্রোয়েশিয়ার সঙ্গে আর্জেন্তিনার ম্যাচও দেখবেন বলে জানালেন অভিনেত্রী।

সায়ন্তনীর কথায়, ‘‘শুটিং না থাকলে খেলা দেখি। মেসিকে আমার ভাল লাগে।’’ তবে মেসির খেলা দেখলেও সায়ন্তনীর ক্রাশ হলেন অন্য এক ফুটবলার। তিনি কে জানেন?

Advertisement

আরও পড়ুন, ‘অনস্ক্রিন ন্যুডিটি নিয়ে আমার সমস্যা নেই, তবে...’

হাসতে হাসতে সায়ন্তনীর জবাব, ‘‘ছোটবেলায় তো আর্জেন্তিনা বুঝতাম না। তখন মোহনবাগান-ইস্টবেঙ্গল। আমরা বাঙাল। ইস্টবেঙ্গলের সাপোর্টার। আর ছোট থেকে ভাইচুংকে আমার দারুণ লাগে। আমার ক্রাশ বলতে পারেন।’’

ভাইচুং ক্রাশ হতে পারেন, তবে সায়ন্তনী গলা ফাটাবেন মেসির জন্যই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement