Jacqueline Fernandez

সুকেশের ঘটনায় ছাড় নেই জ্যাকলিনের! ৭ কোটি টাকার উপহার নিয়ে কোন ফল ভুগছেন অভিনেত্রী?

জ্যাকলিনের চর্চিত প্রেমিক এই ২০০ কোটি টাকার প্রতারণার ঘটনায় বর্তমানে স‌ংশোধনাগারে রয়েছেন। এই ঘটনাতেই নাম জড়িয়েছিল জ্যাকলিনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭
Share:

জ্যাকলিনের দাবি, তাঁর সঙ্গে অন্যায় করেছেন সুকেশ! ছবি: সংগৃহীত।

২০০ কোটি টাকার প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের। সোমবার শীর্ষ আদালতের শুনানির অপেক্ষায় ছিলেন অভিনেত্রী। কিন্তু এই দিনও অব্যাহতি মিলল না।

Advertisement

জ্যাকলিনের চর্চিত প্রেমিক এই ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় বর্তমানে স‌ংশোধনাগারে রয়েছেন। এই ঘটনাতেই নাম জড়িয়েছিল জ্যাকলিনের। গত ৩ জুলাই দিল্লি হাই কোর্টের কাছে প্রথমে মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার আবেদন করেছিলেন অভিনেত্রী। সেই আবেদন খারিজ করে দিয়েছিল হাই কোর্ট। তার পরে দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিনেত্রী। সেই আবেদনেরই শুনানি ছিল সোমবার। কিন্তু এ বারও অব্যাহতি পাচ্ছেন না অভিনেত্রী।

জানা যাচ্ছে, শীর্ষ আদালতের কাছে আবেদনে জ্যাকলিন জানিয়েছিলেন, তিনি এই ঘটনায় কোনও ভাবেই অভিযুক্ত নন। বরং তাঁর সঙ্গেই বার বার নাকি অন্যায়টা করেছেন সুকেশ চন্দ্রশেখর। সেই আবেদনে এ-ও বলা হয়েছিল, ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) নাকি নিজেই জানিয়েছে, তিহাড় জেলে সুকেশকে ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে। প্রতারণাকাণ্ডে যে ফোন ব্যবহার করা হয়েছিল, সেগুলি এখনও সুকেশ ব্যবহার করছেন বলে আবেদনে জানান জ্যাকলিন।

Advertisement

ইডি-র অভিযোগ ছিল, সুকেশের থেকে ৭ কোটি টাকার উপহার নিয়েছেন জ্যাকলিন। এই ৭ কোটি টাকা নাকি ওই ২০০ কোটি টাকারই অংশ। জ্যাকলিন দাবি করেছেন, সুকেশের অপরাধজগৎ সম্পর্কে নাকি তাঁর কোনও ধারণাই ছিল না।

সংশোধনাগারে থাকলেও, সেখান থেকে জ্যাকলিনকে চিঠি লেখেন সুকেশ। সেই চিঠি সমাজমাধ্যমে তুলে ধরে তাঁর সহকারী দল। এমনকি ‘প্রেমিকা’র জন্য নানা রকমের দামি উপহার তিনি এখনও পাঠান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement