বি-টাউনে শুরু দিওয়ালি সেলিব্রেশন।
সলমনের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে দিওয়ালির জমজমাট অনুষ্ঠান।
এ বছরের প্রথম দিওয়ালি পার্টিতে হাজির বলিউডের একঝাঁক তারকা।
শিল্পার স্বামী রাজ কুন্দ্রা, শমিতা শেট্টি, সোফি চৌধুরি, অর্পিতা খান শর্মা, ডেভিড ধবন— কে ছিলেন না এই পার্টিতে।
সলমনের সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন শিল্পা শেট্টি এবং শমিতা শেট্টি।
কর্ণ জোহরের সাজ দেখেছেন। দিওয়ালি পার্টিতে যাওয়ার জন্য স্পেশ্যাল ভাবে তৈরি কর্ণের এই কুর্তা।
সলমন তো ছিলেনই পার্টিতে দেখা গেল ক্যাটরিনাকেও। যদিও সলমনের সঙ্গে এক ফ্রেমে ধরা দেননি ক্যাট।
সলমনের পরিবারের অন্য সদস্যরা হাজির ছিলেন অর্পিতার বাড়িতে। জমিয়ে খাওয়াদাওয়াও হয়েছে পার্টিতে।
মণীশ মলহোত্র গিয়েছিলেন দিওয়ালি সেলিব্রেশনে। ছিলেন সোফি চৌধুরিও।
তারকাদের প্রত্যেকেরই সাজ ছিল জমকালো। আলোর উত্সবের সাজ তো স্পেশ্যাল হবেই।