Entertainment News

এক সঙ্গে সিনেমা করেছেন শাহরুখ ও অরুন্ধতী!

শাহরুখ খান ও অরুন্ধতী রায়। দু’জনের মধ্যে একটি মিল রয়েছে। জানেন, সেটা কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মে ২০১৭ ১৪:০৯
Share:

শাহরুখ খান ও অরুন্ধতী রায়। দু’জনের মধ্যে একটি মিল রয়েছে। জানেন, সেটা কী?

Advertisement

আসলে দু’জনে এক সঙ্গে একটি জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবিতে কাজ করেছেন। শুনতে অবাক লাগলেও এটা সত্যি।

আরও পড়ুন, ঐশ্বর্যা-অভিষেকের ভক্তদের জন্য খারাপ খবর!

Advertisement

লেখিকা হিসেবেই অরুন্ধতী রায়ের মূল পরিচিতি। ১৯৯৭-এ তাঁর লেখা প্রথম বই ‘দ্য গড অব স্মল থিঙ্গস’ ফিকশন বিভাগে ম্যান বুকার পুরস্কার জিতে নেয়। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি হয়তো অনেকেরই অজানা।

এখনও পর্যন্ত দু’টো ছবির চিত্রনাট্য লিখেছেন অরন্ধতী। ১৯৮৯-এর ‘অ্যানি’ এবং ১৯৯২-এ ‘ইলেকট্রিক মুন’। এর মধ্যে ‘অ্যানি’ চিত্রনাট্য ও ইংরেজিতে সেরা ফিচার ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল। এই ছবিতেই অভিনয় করেছিলেন শাহরুখ খান। প্রদীপ কৃষেণ পরিচালিত এই ত্রিভাষিক ছবির গল্প ও চিত্রনাট্য ছিল অরুন্ধতীর। পাশাপাশি রাধা নামের একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি।

‘অ্যানি’র দৃশ্যে শাহরুখ ও অরুন্ধতী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন