Entertainment News

একসঙ্গে পার্টিতে নাচলেন শাহরুখ ও রণবীর

বলি পার্টিতে ‘বোলে চূড়িয়া…’র তালে নাচলেন এই দুই তারকা। কর্ণ জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গম’ ছবিতে ছিল এই গান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ২০:০১
Share:

সবে শেষ হল ফেস্টিভ সিজন। কিন্তু এখনও বেশির ভাগ মানুষ সেলিব্রেশনের মুডে। বাদ নেই সেলেবরাও। আফটার দিওয়ালি পার্টিতে মেতেছে বলিউড। সম্প্রতি দিওয়ালি পার্টিতেই অন্য রূপে ধরা দিয়েছেন শাহরুখ খান ও রণবীর কপূর।

Advertisement

আরও পড়ুন, রেখার সঙ্গে দেখা হল আরাধ্যার, তার পর?

বলি পার্টিতে ‘বোলে চূড়িয়া…’র তালে নাচলেন এই দুই তারকা। কর্ণ জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গম’ ছবিতে ছিল এই গান। শাহরুখ নিজে অনস্ক্রিন পারফর্ম করেছিলেন। সঙ্গে ছিলেন কাজল, করিনা কপূর ও হৃতিক রোশন। করবা চৌথের অনুষ্ঠানে ছবিতে গানটি ব্যবহার করেছিলেন কর্ণ।

Advertisement

আরও পড়ুন, ছবি প্রতি কত পারিশ্রমিক নেন বলিউডের ইয়ং জেনারেশন?

কিন্তু রণবীরের নাচ দেখে বলি মহলের একটা বড় অংশ মনে করছেন সুযোগ পেলে অনস্ক্রিন রণবীরও এই গানটার সঙ্গে দারুণ পারফর্ম করতেন। রণবীর ও শাহরুখ দু’জনেই যে তুমুল এনজয় করেছেন তা ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে। আপাতত এই ভিডিও সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

কিন্তু রণবীরের নাচ দেখে বলি মহলের একটা বড় অংশ মনে করছেন সুযোগ পেলে অনস্ক্রিন রণবীরও এই গানটার সঙ্গে দারুণ পারফর্ম করতেন। রণবীর ও শাহরুখ দু’জনেই যে তুমুল এনজয় করেছেন তা ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে। আপাতত এই ভিডিও সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement