farhan akhtar

Shah Rukh-Rhea: এ বার শাহরুখ খান এবং রিয়া চক্রবর্তীর পছন্দ মিলে গেল, কী ভাবে জানেন?

একটি ছবিকে ঘিরে মিলে গেল শাহরুখ এবং রিয়ার পছন্দ। দু’জনেই নেটমাধ্যমে লিখলেন ভাল লাগার কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১২:৫৭
Share:

শাহরুখ খান এবং রিয়া চক্রবর্তী।

‘আমাদের প্রত্যেকের উচিত তুফানের মতো আরও অনেক ছবি তৈরি করা।’

Advertisement

রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ছবি দেখে টুইটারে প্রতিক্রিয়া দিলেন শাহরুখ খান। ‘তুফান’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার এবং ম্রুনাল ঠাকুর। স্পোর্টস ড্রামা ঘরানার এই ছবির অভিনেতাদের ট্যাগ করে তাঁদের প্রশংসা করলেন শাহরুখ।

Advertisement

শাহরুখের সঙ্গে ফারহানের বন্ধুত্ব বহু দিনের। ২০০৬ সালে ‘ডন’ ছবিতে ফারহানের পরিচালনায় কাজ করেন শাহরুখ। এর পরে ২০১১ সালে ‘ডন ২’ ছবিতে আবার একসঙ্গে আসে পরিচালক-অভিনেতা জুটি । এ ছাড়াও ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখের ‘রইস’-এর প্রযোজকদের মধ্যেও ফারহান ছিলেন একজন। সময়ের সঙ্গেই পেশাগত এবং ব্যক্তিগত স্তরে বন্ধুত্ব গাঢ় হয়ে দু’জনের। বন্ধুর প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ফারহান। শাহরুখের টুইটের উত্তর দিয়েছেন তিনি। লিখেছেন, ‘অনেক ধন্যবাদ শাহরুখ। একটা মস্ত আলিঙ্গন পাঠালাম তোমায়।’

রিয়ার ইনস্টাগ্রাম স্টোরি।

মুক্তির আগেই যদিও ‘তুফান’-কে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। ছবিতে ইসলাম ধর্মাবলম্বী আজিজের (ফারহানের চরিত্র) সঙ্গে হিন্দু ধর্মের অনন্যার (ম্রুনালের চরিত্র) প্রেমের সম্পর্ক দেখিয়ে ‘লাভ জেহাদ’-কে উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছিল নেটাগরিকদের একাংশ। নেটমাধ্যমে ‘তুফান’-কে বয়কটের ডাক দিয়েছিলেন অনেকেই। তবে সে সব জটিলতা কাটিয়ে দর্শকদের মন জয় করেছে ছবি। অভিনেত্রী রিয়া চক্রবর্তীও ইতিমধ্যে ‘তুফান’ দেখে ফেলেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির পোস্টার দিয়ে লিখেছেন, ‘অনুপ্রেরণাদায়ক একটি ছবি।’

প্রসঙ্গত, ফারহানের প্রেমিকা শিবানী ডান্ডেকর রিয়ার ঘনিষ্ঠ বন্ধু। সেই সূত্রে ফারহানের সঙ্গেও সুসম্পর্ক অভিনেত্রীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement