Devdas

গাছের তলায় মৃতপ্রায় শাহরুখ, ‘দেবদাস’ ছবির শেষ দৃশ্য আকর্ষণীয় করতে মুখে কী মেখেছিলেন?

প্রেমিকা পার্বতীকে শেষবারের জন্য দেখতে এসেছে দেবদাস। পার্বতীর বাড়ির সামনে গাছের তলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাহরুখ। তবে চোখমুখের পাংশুটে চেহারা পর্দায় ফুটিয়ে তুলতে কী ব্যবহার করেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২০:৪৯
Share:

শেষ দৃশ্যে মুখে কী এমন মাখেন শাহরুখ? ছবি: সংগৃহীত।

প্রায় ২২ বছর আগে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘দেবদাস’। শাহরুখ খান, ঐশ্বর্যা রাই, মাধুরী দীক্ষিত অভিনীত এই ছবি বক্স অফিসে সে বছর নতুন নজির গড়েছিল। অসংখ্য পুরস্কার এই ছবির ঝুলিতে। এত বছর পরেও জনপ্রিয় এই ছবির গান। ছবির আকার, আয়তন, সেট সব নিয়ে চর্চা হয় সেই সময়। তবে ছবির শেষ দৃশ্যে শাহরুখের মৃত্যু যেন দাগ কেটে যায় অসংখ্য অনুরাগীদের মনে।

Advertisement

প্রেমিকা পার্বতীকে শেষবারের জন্য দেখতে এসেছে দেবদাস। পার্বতীর বাড়ির সামনে গাছের তলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাহরুখ। খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে ছুটে বেরিয়ে আসছেন ঐশ্বর্যা, নিয়মের সমস্ত বেড়াজাল ভেঙে। কিন্তু শেষ পর্যন্ত মিলন অধরাই রইল দেবদাস-পার্বতীর। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পার্বতীকে চোখের দেখা দেখতে পেলেন না শাহরুখ। চোখমুখ তামাটে হয়ে গিয়েছে, উস্কোখুস্কো চুল, দাড়ি, পরনে ধুতি পাঞ্জাবি। চোখ দুটো স্থির। শাহরুখকে এ ভাবে দেখে চোখে জল এসেছিল দর্শকের। তবে নিজের মুখের ও রকম তামাটে রূপ আনতে গোটা মুখে মধু মাখেন শাহরুখ। এত বছর পর সেই তথ্য ফাঁস করেছেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে। যিনি সেই সময় ছিলেন সঞ্জয় লীলা ভন্সালীর সহকারী পরিচালক।

বিক্রমের কথায়, ‘‘শাহরুখ খান এমন মানুষ যাঁর মাথা সারাক্ষণ কাজ করেছে। প্রতিটা মুহূর্তে তিনি ভাবেন একটা দৃশ্যকে কীভাবে আরও ভাল করা যায়। একটা ছোট্ট জিনিসের মাধ্যমে কোনও দৃশ্যে বড় পার্থক্য আনতে পারেন শাহরুখ খান। এমনই এক অভিনেতা সে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement