Shah Rukh Khan

দেশের সবথেকে ধর্মনিরপেক্ষ মানুষ শাহরুখ! গণেশ চতুর্থীতে মন্নতের পুজো দেখে মন্তব্য ভক্তদের

গণেশ চতুর্থীতে বাবা-ছেলের মিলিত আয়োজন। মন্নতের ছিমছাম গণেশ পুজো দেখে আপ্লুত অনেকেই। তবে শাহরুখের বিরুদ্ধে খড়্গ তুললেন মুসলিম উগ্রপন্থীরা!

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ২০:১১
Share:

গণেশ ঠাকুর ঘরে এনে পুজো সারলেন শাহরুখ।

বছরের শুরুতে লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তাঁর মরদেহের সামনে দাঁড়িয়ে মুসলিম রীতিতে প্রার্থনা করতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। সে নিয়ে নিন্দার ঝড় বয়েছিল দেশে। গণেশ চতুর্থীর দিনে ফের বিতর্ক উসকে দিলেন বলিউডের ‘বাদশা’। কটাক্ষের পরোয়া না করেই বাড়িতে গণেশ পুজো করলেন।

Advertisement

এ দিন বিভিন্ন হিন্দু তারকার গৃহে গণেশ প্রতিষ্ঠা এবং ধূমধাম পুজোর ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সকলেই। তবে বাধ সাধলেন শাহরুখ।

বুধবার গণেশ চতুর্থীর দিনে মন্নত আলো করল ছোট্ট গণেশ। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে নিজের বাড়ির ছবি পোস্ট করলেন শাহরুখও। জানালেন, তিনি আর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য অর্থাৎ আব্রাম মিলেই সব জোগাড়যন্ত্র করেছেন। আরও জানালেন, আব্রামের উৎসাহেই পুজোটা হচ্ছে।

Advertisement

ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘গণপতিজি বাড়িতে এলেন। পরিবারের ছোট্ট সদস্য আর আমি মিলে সবটা করলাম। মিষ্টিগুলো দারুণ ছিল। কঠোর পরিশ্রমের পর একরাশ ভাল লাগা আমাদের পাথেয় হল। কত কী শিখলাম! মনটা শান্তি পেল। ঈশ্বরে বিশ্বাসের মাধ্যমে স্বপ্নগুলো বাঁচিয়ে তুলুন৷ সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা।’

‘কিং খান’ টুইট করার পর পরই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। কিছু ভক্ত তাঁকে বুকভরা শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আপনি দেশের সবচেয়ে ধর্মনিরপেক্ষ’ মানুষ। তবে কিছু মুসলিম মৌলবাদী তাঁকে তিরস্কার করতে ছাড়েন না। তাঁদের দাবি, মূর্তিপুজো ইসলাম ধর্মে ‘পাপ’। কেউ লিখলেন, ‘তিনি প্রকৃত ইসলাম নন, খান পদবি নামের পাশ থেকে সরিয়ে দিন।’কেউ প্রশ্ন তুলেছেন, ‘আপনি শুধু অন্যকে খুশি করার জন্য আল্লাকে অসম্মান করবেন?’ যদিও এ সবে কান দেননি শাহরুখ।

মন্নতে তাঁদের স্বপ্নের আয়োজন নিয়েই মেতে ছিলেন এ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন