Shah Rukh Khan

শাহরুখের তিন ছেলে মেয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ভাগাভাগি! কেন মেয়ে সুহানার পক্ষে অভিনেতা?

সুহানাকে ছোট থেকেই সারা ক্ষণ আগলে আগলে মানুষ করেছেন শাহরুখ। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কখনও দ্বিমত হলে আগেভাগেই নিজের পক্ষ বেছে নিলেন তারকা-বাবা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৬:৪৮
Share:

(বাঁ দিক থেকে) সুহানা, আরিয়ান খান, আব্রাম খান, শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

বিশ্বের অন্যতম দামী তারকা। কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি তাঁর। মুম্বইয়ে বান্দ্রা এলাকায় তাঁর বাড়ি মন্নত প্রায় মুম্বইয়ের দর্শনীয় স্থান অনুরাগীদের কাছে। এছাড়াও বাড়ি আছে দুবাই থেকে লন্ডন, আমেরিকা ও বিশ্বের নানা শহরে। এ দিকে তাঁর তিন সন্তান। দুই পুত্র ও এক কন্যাসন্তান। মেয়ে সুহানার প্রতি বরাবরই স্নেহবৎসল শাহরুখ। সুহানাকে ছোট থেকেই সারা ক্ষণ আগলে আগলে মানুষ করেছেন শাহরুখ। এখন অবশ্য ছোট ছেলে আব্রামের সঙ্গে তেমনই স্নেহের সম্পর্ক বলিউডের বাদশার। তবে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কখনও দ্বিমত হলে আগেভাগেই নিজের পক্ষ বেছে রেখেছেন শাহরুখ। তাঁর সাফ কথা তিনি সব সময় মেয়ে সুহানার পাশে থাকবেন।

Advertisement

আসলে সুহানার মুখের গড়ন নিয়ে যথেষ্ট মিম রয়েছে সমাজমাধ্যমে। নিন্দকেরা সমাজমাধ্যমে শাহরুখের চেহারার সঙ্গে সুহানার মিল নিয়ে মাঝেমধ্যে রসিকতা করে থাকেন। কিন্তু বাবার জন্মদিনে সুহানা বুঝিয়ে দিয়েছেন তিনি পিতৃগর্বে গরবিনি। এছাড়াও নিজের প্রথম ছবির মুক্তির সময় প্রিমিয়ারের দিন বাবার সঙ্গেই দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, বাবা ও মায়ের মধ্যে বাবা শাহরুখ অনেক বেশি বন্ধুসুলভ সে কথাও স্বীকার করেছেন তিনি। অম্বানীদের প্রাক্- বিবাহ অনুষ্ঠান হোক কিংবা ছেলের পোশাক বিপণীর অনুষ্ঠান, সর্ব ক্ষণ মেয়ের পাশেই দেখা গিয়েছে শাহরুখকে। সম্প্রতি নিজের জন্মদিনের আগে অভিনেতা জানান, বাড়িতে সম্পত্তি নিয়ে কোনও অশান্তি হলে সুহানার পাশে থাকবেন তিনি। শাহরুখের কথায়, ছেলেদের সারা শরীরে রোম, মেয়েদের দেখেছেন কেমন সুন্দর, কত স্নিগ্ধ। তেমনই তাঁদের শক্তি। তাই আমি সেই শক্তির পাশে, আমি আমার মেয়ে সুহানার পাশে থাকব।’’ বরাবরই মহিলা মহলে জনপ্রিয় তিনি। তাঁর সহবত, আচার-ব্যবহার আট থেকে আশি যে কোনও বয়সী মহিলাদের মন কেড়েছে। তাই নিজের জীবনে বরাবরই নারীদেরই প্রাধান্য দিয়ে এসেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement