Celeb Gossip

নীলাঞ্জনাদির জীবনে পরিবর্তন আসছে, এই সময়ে ওঁর সঙ্গে আমার নাম জড়ানো ঠিক হল না: রাহুল

নীলাঞ্জনা ভৌমিকের বাড়িতে অন্যদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনে শামিল হয়েছিলেন রাহুল। হঠাৎ তাঁকে নিয়েই কেন গুঞ্জন?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৯:৫৬
Share:

নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

খ্যাতির বিড়ম্বনায় নাজেহাল তারকাজীবন! তার সাম্প্রতিক উদাহরণ যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা ভৌমিক। তাঁদের দীর্ঘ বিবাহিত জীবনে ছেদ পড়তে চলেছে। এমন খবর প্রকাশ্যে আসতেই শোরগোল সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যমে। নীলাঞ্জনাও মাঝেমধ্যে সমাজমাধ্যমে কথার ভাঁজে বিচ্ছেদের আভাস দিয়েছেন। সম্পর্ক নিয়ে বক্রোক্তিও করছেন। ফলে, বিতর্কে নিত্য ইন্ধন দিচ্ছে সে সবও। যদিও যিশু একেবারেই নীরব। ফলে, এক পক্ষের বক্তব্য নিয়েই নিত্য চর্চা।

Advertisement

ভাইফোঁটার সন্ধ্যায় তাতে নতুন প্রলেপ। দীপাবলির উদ্‌যাপনে পেশায় প্রযোজিকার বাড়িতে উপস্থিত ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানে বাকিদের সঙ্গে উদ্‌যাপনে যোগ দেন তিনিও। ছবি তোলেন নীলাঞ্জনার সঙ্গে। ছবি সমাজমাধ্যমে ভাগ করে লেখেন, “দিদির বাড়িতে দীপাবলি।” একটি ছবিতে তিনি, অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে সারা সেনগুপ্ত। অন্যটিতে সকলের সঙ্গে তিনি এবং নীলাঞ্জনা। সেই ছবি হঠাৎ করেই সংবাদমাধ্যমের শিরোনাম। দাবি, যিশুর অনুপস্থিতিতে ছোট পর্দার এই অভিনেতার সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করলেন নীলাঞ্জনা! সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে তোপ দেগেছেন অভিনেতা। আনন্দবাজার অনলাইনের কাছে তাঁর অভিযোগ, যাঁর হাত থেকে প্রতি বছর রাখি পরেন, তাঁকে কী করে এই চোখে দেখতে পারেন তিনি?

ফোনে যোগাযোগ করতেই রাহুল একই সঙ্গে বিস্ফোরক এবং বিরক্ত। বললেন, “উপরে লিখে দিয়েছি, ‘দিদির বাড়িতে দীপাবলি’। তার পরেও ছাড় নেই!” এ-ও জানিয়েছেন, এই মুহূর্তে খুব ভাল নেই নীলাঞ্জনা। বড় পরিবর্তন আসতে চলেছে তাঁর এবং তাঁদের সন্তানদের জীবনে। সকলেই সেটা জানেন। তার পরেও এ ভাবে কুৎসা ছড়ানো যায়? রাহুলের আফসোস, “মানবিকতা, মূল্যবোধ এতটাই তলানিতে ঠেকেছে যে, দিদি-ভাইয়ের সম্পর্কও এখন ঠুনকো!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement