দীপিকাকে ছাড়া চলতে পারেন না শাহরুখ? ছবি: সংগৃহীত।
দীপিকা পা়ড়ুকোন ছাড়া তাঁর ছবি অসম্পূর্ণ। দীপিকাকে নিজের ‘লাকি চার্ম’ বলেও মনে করেন। ২০২৩-এ পর পর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখ খানের। তার মধ্যে দুটি ছবিতেই ছিলেন দীপিকা। সেই দুটি ছবিই বক্স অফিসে সাড়া ফেলে। দীপিকা থাকলে, ভালবাসা থাকবেই, এমনই মনে করেন শাহরুখ। আসন্ন ছবি ‘কিং’-এও থাকবেন দীপিকা।
জন্মদিনে নিজের ছবির প্রথম ঝলক ভক্তদের উপহার দিয়েছেন শাহরুখ। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেই ছবির ঝলক। পাশাপাশি ছবি নিয়ে সেই দিন কথাও বলেন শাহরুখ। তখনই উঠে আসে দীপিকার প্রসঙ্গ।
‘কিং’ প্রসঙ্গে প্রথমে শাহরুখ বলেন, “গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে। তখন ছবির ব্যাপারে আপনারা আরও জানতে পারবেন। ছবিতে বিভিন্ন চরিত্র রয়েছে।”
ছবির ভাবনা নিয়েও ইঙ্গিত দেন শাহরুখ। তিনি বলেন, “আমরা ছবিতে কোনও পক্ষ নিচ্ছি না। আমাদের ভাবনা আপনাদের ভাল লাগলে চোখ রাখুন। তা না হলে খারাপই বলতে থাকুন।” এই শুনে প্রেক্ষাগৃহে উপস্থিত এক অনুরাগী চেঁচিয়ে ওঠেন, “আপনার জন্য আমাদের অগাধ ভালবাসা রয়েছে।” এই শুনে শাহরুখ বলেন, “ছবিতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালবাসা তো হতেই হবে।” এই শুনেই ফের আনন্দে হইহই করে ওঠেন অনুরাগীরা।
উল্লেখ্য, দীপিকার অভিনয়ের সফর শুরু হয়েছিল শাহরুখের সঙ্গে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওম শান্তি ওম’-এ দুই তারকার রসায়নের কথা এখনও মনে রেখেছেন দর্শক। তার পরে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ জুটি বেঁধেছেন তাঁরা। ২০২৩ সালে ‘জওয়ান’ ও ‘পাঠান’ ছবিতেও তাঁদের রসায়ন দেখা গিয়েছে।