Entertainment News

সলমনের ছবিতে শাহরুখের ম্যাজিক?

তাঁরা প্রতিদ্বন্দ্বী। আবার তাঁরা বন্ধুও। কিন্তু বলিউড তাঁদের লড়াই দেখতে চায়। অভিনয়ের লড়াই। তাঁরা অর্থাত্ শাহরুখ খান এবং সলমন খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ১৩:১১
Share:

তাঁরা প্রতিদ্বন্দ্বী। আবার তাঁরা বন্ধুও। কিন্তু বলিউড তাঁদের লড়াই দেখতে চায়। অভিনয়ের লড়াই। তাঁরা অর্থাত্ শাহরুখ খান এবং সলমন খান।

Advertisement

১৫ বছর আগে শেষবার বড়পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সৌজন্যে ২০০২-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাম তুমহারে হ্যায় সনম’। সেখানে দুই খানের পারফরম্যান্স দেখেছিলেন দর্শক। আবার কবে একসঙ্গে দেখা যাবে তাঁদের? এ প্রশ্ন বহুদিন ধরেই চলছে সিনে মহলে।

আরও পড়ুন, ‘রইস’-এর প্রচারে আব্রাম!

Advertisement

জানা গিয়েছে পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। এ ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সলমন খান। শোনা যাচ্ছে এখানেই একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কিঙ্গ খানকে। তাঁর চরিত্রটি নাকি একজন জাদুকরের। এর আগে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’-এ একটি গানে দেখা গিয়েছিল সলমনকে।

সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ জুন মুক্তি পাবে ‘টিউবলাইট’। বি-টাউনের একটা বড় অংশের মতে, সলমন-শাহরুখের হাত ধরে পর্দায় ম্যাজিক তৈরি করবে ছবিটি।

আরও পড়ুন, ছেলে হওয়ার পর করিনাকে এমন দেখতে হয়েছে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন