Shah Rukh Khan on Indian Army

‘জাত নিয়ে ভেদাভেদ, চলুন সকলে ভুলে যাই’, জঙ্গি হামলায় শহিদ সেনাদের নিয়ে কী বললেন শাহরুখ?

২০০৮ সালের ২৬ নভেম্বরের ঘটনাও উঠে আসে তাঁর কথায়। মুম্বইয়ের সেই ভয়াবহ ঘটনায় যাঁরা শহিদ হয়েছিলেন এবং যাঁদের জীবন মুহূর্তে বদলে গিয়েছিল তাঁদের স্মরণ করেন শাহরুখ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৩:৪৫
Share:

ভারতীয় সেনাদের নিয়ে কথা বললেন শাহরুখ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সন্ত্রাসবাদের নিন্দা করলেন শাহরুখ খান। ভারতীয় সেনার জন্য কবিতা পড়লেন। শনিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে শান্তির বার্তা দেন বাদশা।

Advertisement

২০০৮ সালের ২৬ নভেম্বরের ঘটনা উঠে এল তাঁর কথায়। মুম্বইয়ের সেই ভয়াবহ ঘটনায় যাঁরা শহিদ হয়েছিলেন এবং যাঁদের জীবন মুহূর্তে বদলে গিয়েছিল তাঁদের স্মরণ করেন শাহরুখ। চলতি বছরের পহেলগাঁও কাণ্ড ও দিনকয়েক আগে ঘটে যাওয়া দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন শাহরুখ। বলিউডের বাদশা বলেন, “২৬/১১-র জঙ্গি হামলায় এবং পহেলগাঁওয়ে ও দিল্লি বিস্ফোরণে যে নিরীহ লোকজন প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমার বিনীত শ্রদ্ধা। এই হামলাগুলির সময়ে আমাদের যে নিরাপত্তারক্ষীরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতিও শ্রদ্ধা জানাই।”

মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় সেনার উদ্দেশে এর পরে শাহরুখ বলেন, “কেউ যদি আপনাদের প্রশ্ন করেন, আপনারা কী করেন? গর্বের সঙ্গে বলবেন, আপনারা দেশকে রক্ষা করেন। কেউ যদি আপনাদের প্রশ্ন করেন, আপনারা কত টাকা বেতন পান, তা হলে বলবেন, আপনারা ১৪৫ কোটি মানুষের আশীর্বাদ পান। এর পরেও যদি আপনাদের কেউ প্রশ্ন করেন, আপনাদের ভয় করে কি না, তখন তাঁদের চোখে চোখ রেখে বলুন, যারা হামলা করে তারা আসলে ভয় পায়।”

Advertisement

জাতি, ধর্ম যে কোনও রকমের ভেদাভেদ ভুলে একজোটে শান্তির পথে হাঁটা উচিত বলে মনে করেন শাহরুখ। তাঁর কথায় “চলুন আমরা জাতি, ভেদাভেদ এই সব ভুলে যাই। চলুন আমরা সকলে মিলে মানবিকতার পথে হাঁটি। তা হলে শহিদদের প্রাণ বিসর্জন বিফলে যাবে না।”

শাহরুখের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই অনুরাগীরা বলছেন, মঞ্চে দাঁড়িয়ে এই দামি কথাগুলি একমাত্র তিনিই বলতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement