Shah Rukh Khan

‘ওঁর মতো সুন্দর পুরুষ আগে দেখিনি’, ববির প্রথম ছবির স্মৃতি হাতড়ে আবেগঘন শাহরুখ, জড়িয়ে ধরলেন ‘প্রিয় বন্ধু’কে!

বলিউডে ১৯৯৫ সালে পা রেখেছিলেন ববি দেওল। সেই থেকেই তাঁর বন্ধুত্ব শাহরুখ খানের সঙ্গে। এ বার আরিয়ান খানের প্রথম পরিচালনায় অভিনয় করবেন ববি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৩:৩১
Share:

আরিয়ান খানের ওয়েব সিরিজ়ের ঝলক প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ খান এবং ববি দেওল। ছবি: পিটিআই।

বলিউড এখন ব্যস্ত এক নতুন পরিচালককে স্বাগত জানাতে। নিজের প্রথম কাজ নিয়ে শীঘ্রই হাজির হচ্ছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। ছেলের ওয়েব সিরিজ়ের ঝলক প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন কিং খান স্বয়ং। সেই সঙ্গে উপস্থিত ছিলেন সিরিজ়ের সব তারকা। হিন্দি সিনেদুনিয়ার অন্দরের কাহিনি নিয়ে তৈরি আরিয়ানের প্রথম সিরিজ়। সেই মঞ্চেই বাবা-ছেলের উপরে যেমন পড়ল স্পটলাইট, তেমনই নজর কাড়ল শাহরুখ খান ও ববি দেওলের পুনর্মিলন!

Advertisement

১৯৯৫ সালে ববি দেওল পা রাখেন বলিউডে। তাঁর প্রথম ছবি টুইঙ্কল খন্নার সঙ্গে ‘বরসাত’। সেই সময়ের কথা মনে করে শাহরুখের মন্তব্য, ববির মতো সুন্দর দেখতে পুরুষ তার আগে তিনি কখনও দেখেননি। স্মৃতির পাতা উল্টে শাহরুখ বলে চলেন, ববি দেওলকে ছবিমুক্তির আগে নীল রোদচশমা পরে দাঁড়িয়ে থাকতে দেখে অনুপ্রাণিত বোধ করেছিলেন। তাঁর কথা শুনে দর্শকাসন ফেটে পড়ে হাততালিতে। সেই থেকেই ববির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে কিং খানের। ভাল হোক বা খারাপ, যে কোনও সময়েই ববিকে পাশে পেয়েছেন তিনি। বাদশার কথায়, ‘সোলজার’ অভিনেতা একজন সৎ তারকা। তাঁরা একে অন্যের সাফল্য যেমন একসঙ্গে উদযাপন করেন, তেমনই একে অপরের পাশেও থাকেন। মঞ্চে দাঁড়িয়েই আবেগঘন আলিঙ্গন সারেন ববি ও শাহরুখ।

ববি দেওলকে বলতে শোনা যায়, ২০ অগস্ট তাঁর জীবনে সর্বদা বিশেষ হয়ে থাকবে। আরিয়ানের প্রথম কাজেই অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ববির কথায়, আরিয়ানকে ছোট থেকে আত্মবিশ্বাসী যুবকে পরিণত হতে দেখেছেন তিনি। ফলে আরিয়ানের এই দুনিয়ায় পা রাখার মুহূর্ত তাঁর কাছেও বিশেষ এবং আবেগের। প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ়’ থেকে তাঁর কাছে যখন এই কাজের প্রস্তাব যায়, সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিলেন ববি, জানান নিজেই। প্রায় সাত ঘণ্টা ধরে আরিয়ানের চিত্রনাট্য শুনেছিলেন। নতুন পরিচালক হওয়া সত্ত্বেও তাঁর অদম্য বিশ্বাসে অভিভূত হয়েছিলেন অভিনেতা। আরিয়ান খানের লেখা ও পরিচালনায় তৈরি এই সিরিজ় দেখা যাবে ১৮ সেপ্টেম্বর থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement