Entertainment News

স্টেজে আব্রামের নাচ, ‘চিয়ার লিডার’ শাহরুখ-সুহানা-গৌরী!

সোশ্যাল মিডিয়ায় ওই স্কুলের এই বার্ষিক অনুষ্ঠানের ছবি এখন ভাইরাল। টুইটার-ইনস্টাগ্রামে চার বছরের আব্রামের এই নাচের ভিডিও শেয়ার করেছেন শাহরুখের বিভিন্ন ফ্যানক্লাব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:২৮
Share:

শাহরুখের ছোট ছেলে আব্রামের স্টেজ পারফরমেন্স। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

মুম্বইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। না, এই অনুষ্ঠান যেমন-তেমন নয়। স্টেজে বি-টাউনের স্টারকিডরা। আর দর্শকাসনে শাহরুখ-গৌরী-অভিষেক-ঐশ্বর্যা-লিয়েন্ডার পেজের মতো সেলিব্রিটিরা।

Advertisement

অভিষেক-ঐশ্বর্যা দেখছেন মেয়ে আরাধ্যার পারফরমেন্স। আর শাহরুখ-গৌরী-সুহানাদের চোখ ছোট্ট আব্রামের দিকে। শাহরুখের ছোট ছেলে আব্রাম তখন নাচ করছে বাবার ‘স্বদেশ’ ছবির ‘ইয়ে তারা, উও তারা, হর তারা’ গানটিতে।

সোশ্যাল মিডিয়ায় ওই স্কুলের এই বার্ষিক অনুষ্ঠানের ছবি এখন ভাইরাল। টুইটার-ইনস্টাগ্রামে চার বছরের আব্রামের এই নাচের ভিডিও শেয়ার করেছেন শাহরুখের বিভিন্ন ফ্যানক্লাব।

Advertisement

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

শুধু ‘স্বদেশ’-এর গানেই না, আব্রাম পা মিলিয়েছে ‘মেরি হ্যাড আ লিটল ল্যাম্ব’ ছড়ার সঙ্গেও। দর্শকাশনে ‘চিয়ার লিডার’ হয়ে উত্সাহ দিতে দেখা গিয়েছে আব্রামের দিদি সুহানা ও শাহরুখকে।

AbRam performing on the song "Ye Taara Wo Taara" from the movie Swades Aww he is looking cute as hell!! ❤❤ @iamsrk @gaurikhan @suhanakhan2 @___aryan___

আরও পড়ুন, ঐশ্বর্যার মতো ছোট থেকেই কোন কাজে আগ্রহী আরাধ্যা?

আরও পড়ুন, ‘প্যাডম্যান’-এর ট্রেলরে কী বার্তা দিলেন অক্ষয়?

বি-টাউনের বেশিরভাগ স্টারকিডরাই এই স্কুলে পড়াশোনা করে। তালিকায় আব্রাম-আরাধ্যার সঙ্গে রয়েছে আমির খানের ছেলে আজাদ থেকে হৃতিক-সুজানের দুই ছেলেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement