Entertainment News

‘টিউবলাইট’ মুক্তির আগেই শাহরুখের চরিত্র ফাঁস!

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দুই থেকে চার মিনিটের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ এক ম্যাজিশিয়ানের ভূমিকায় রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ১৩:১৪
Share:

শাহরুখ খান।— ফাইল চিত্র।

যত ছোট চরিত্রই হোক না কেন, ভাইজানের অনুরোধ ফেলতে পারেননি শাহরুখ খান। শুধুমাত্র সলমন খানের ছবি বলেই ‘টিউবলাইট’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন কিঙ্গ খান। কিন্তু ছবির প্রচারে অংশ নেননি বলি বাদশা। এমনকি ছবির ট্রেলারেও তাঁকে সে ভাবে দেখা যায়নি। তার কী কারণ জানেন? আসলে তাঁর লুক প্রকাশ্যে আনতে চাননি পরিচালক কবীর খান। কিন্তু শেষরক্ষা হল না। আজ মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল শাহরুখের চরিত্র।

Advertisement

আরও পড়ুন, নিউ ইয়র্কের ‘টাইমস স্কোয়্যার’-এ ‘টিউবলাইট’

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দুই থেকে চার মিনিটের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ এক ম্যাজিশিয়ানের ভূমিকায় রয়েছেন। টান টান চিত্রনাট্যের খুব গুরুত্বপূর্ণ এক মুহূর্তে সলমনের চরিত্র অর্থাত্ লক্ষ্মণের সঙ্গে দেখা হবে ওই ম্যাজিশিয়ানের। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেননি ‘টিউবলাইট’ টিমের কোনও সদস্যই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement