Shah Rukh Khan

বিয়ে করে সুখে থাকার পথ একটাই! প্রেম নিয়ে বড় নিদান দিলেন শাহরুখ খান

কিছু দিন আগেই দিল্লির এক বিলাসবহুল অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই বর ও কনের সঙ্গে কথোপকথনের সময় প্রেম নিয়ে পরামর্শ দেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১৫
Share:

প্রেম নিয়ে কথা বললেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

রোম্যান্সের বাদশাহ তিনি। তাঁর সহজ-সরল চোখ দু’টিতে যখন প্রেম জেগে ওঠে নিষ্পলক সে দিকেই তাকিয়ে থাকেন দর্শক। গোটা একটা প্রজন্ম তাঁকে দেখে প্রেমের ভাষা শিখেছে। ব্যক্তিগত জীবনেও তিনি আদ্যোপান্ত প্রেমিক পুরুষ। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন। কিন্তু বাস্তবে তাঁর জীবনের নায়িকার বদল হয়নি। বছরের পর বছর কেটে গেলেও প্রেমের রাজা শাহরুখ খানই। কী ভাবে সম্পর্কে প্রেম অটুট রাখতে হয়? সম্প্রতি জানালেন অভিনেতা।

Advertisement

কিছু দিন আগেই দিল্লির এক বিলাসবহুল অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই বর ও কনের সঙ্গে কথোপকথনের সময়ে প্রেম নিয়ে পরামর্শ দেন তিনি। বাদশাহ বলেন, “নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখলে, দাম্পত্যে কোনও সমস্যা থাকবে না। তবে সমস্যা যদি হয়, চিন্তা কোরো না। আমি আছি তো! আমিই তো ‘লভ গুরু’। আমি নিশ্চিত ভাবে তোমাদের সব সমস্যা দূর করে দেব।” এই পরামর্শ শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নবদম্পতি।

শাহরুখের সঙ্গে প্রেম নিয়ে একাধিক বার মুখ খুলেছেন গৌরী খানও। শাহরুখকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন বলে জানিয়েছিলেন তিনি। গৌরী বলেছিলেন, “আমি শাহরুখকে এবং ওঁর সহ-অভিনেতাদের বিশ্বাস করি। খুবই ভাল সম্পর্ক প্রত্যেকের। লন্ডনে টানা দশটা দিন কাজল, তনুজা আন্টি, শিল্পা শেট্টির সঙ্গে কাটিয়েছিলাম। শহরের নাটক দেখেছিলাম। একসঙ্গে কেনাকাটা করেছিলাম।” গৌরী এ-ও বলেছিলেন, শাহরুখকে সন্দেহ করার কোনও প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, “ওকে সন্দেহ করার আগে বরং আমি মরে যাব।”

Advertisement

কেরিয়ারের গোড়ার দিকেই বিয়ে সেরেছিলেন শাহরুখ ও গৌরী। অনেকেই ভেবেছিলেন, বিবাহিত নায়কের অনুরাগীর সংখ্যা হবে সীমিত। বাদশাহ এই প্রসঙ্গে বলেছিলেন, “প্রযোজকেরা বলেছিলেন ‘সিঙ্গল’ নায়কদের অনুরাগীর সংখ্যা বেশি হয়। আমি বলেছিলাম অনেক কষ্ট করে রাজি করিয়েছি ওকে, বিয়ে করতেই হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement