Shah Rukh Khan

‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়িতে ফিরতে পারেন শাহরুখ! কিন্তু মানতে হবে একটাই শর্ত, কী দাবি নায়কের?

ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, শাহরুখ খানকেই আবার পরিচিত ‘ডন’ চরিত্রে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। বাদশা নাকি রাজিও হয়েছেন। তবে নাকি একটি শর্ত রেখেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৪:২১
Share:

‘ডন ৩’ ছবিতে দেখা যেতে পারে শাহরুখ খানকে? ছবি: সংগৃহীত।

গত বছরই ঘোষণা হয়েছিল ‘ডন ৩’ ছবিটির। সেই ছবি নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। শোনা গিয়েছে, রণবীর সিংহ নাকি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পরে ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, শাহরুখ খানকেই আবার ওই চরিত্রে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। বাদশাও নাকি রাজি। কিন্তু মানতে হবে তাঁর দেওয়া শর্ত।

Advertisement

কী শর্ত দিয়েছেন শাহরুখ? ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, এই ছবিতে দক্ষিণী পরিচালককে নেওয়ার দাবি জানিয়েছেন অভিনেতা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, শাহরুখ এই ছবিতে পরিচালক হিসাবে চান অ্যাটলীকে। নায়ক নাকি জানিয়েছেন, কোনও দক্ষিণী পরিচালক এই ছবির সঙ্গে যুক্ত হলে তা অন্য মাত্রা যোগ করবে। ‘ডন’ এবং ‘ডন ২’—এই দুই ছবির পরিচালক ছিলেন ফারহান আখতার। তবে তিনি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, এই ছবিতে প্রথমে কিয়ারা আডবাণীর অভিনয় করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, নায়িকাও সরে এসেছেন। তাঁর পরিবর্তে দেখা যেতে পারে অভিনেত্রী কৃতি সেননকে। কিন্তু কেন সরে গেলেন অভিনেতা রণবীর? ঘনিষ্ঠমহলে নাকি নায়ক জানিয়েছেন, একের পর এক গ্যাংস্টার ঘরানার ছবিতে অভিনয় করতে তিনি চাইছেন না। আর এই মুহূর্তে যেহেতু ‘ধুরন্ধর’ খুবই প্রশংসিত হয়েছে, তাই তার পরে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে নাকি তিনি যুক্ত হতে চান না। তবে এই বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement