সাধারণতন্ত্র দিবসে কী বার্তা শাহরুখের? ছবি: সংগৃহীত।
৭৭তম সাধারণতন্ত্র দিবস। বলিউডের বহু তারকাই এই দিন সকাল থেকে নানা বার্তা দিয়েছেন দেশের মানুষের উদ্দেশে। অনুরাগীরা অপেক্ষা করে থাকেন শাহরুখ খানের বার্তার জন্যও। এ বছর বলিউডের বাদশা কী বার্তা দিলেন?
শাহরুখ ধর্মনিরপেক্ষ ও উদারতন্ত্রে বিশ্বাস করেন। একাধিক বার তেমন বার্তাই দিয়েছেন তিনি। সে কারণে তাঁকে নানা কটাক্ষের মুখেও পড়তে হয়েছে। তবে কখনওই নিজের মতামত ও বক্তব্য থেকে সরে আসেননি তিনি। এ বারও সেই বার্তাই দিলেন বলিউডের বাদশা। তাঁর বক্তব্য, “আমি ভারতীয় হিসাবে গর্বিত। আমাদের দেশ শিখিয়েছে, ঐক্য ও বৈচিত্রের মধ্যেই শক্তির অবস্থান। সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। সকলকে ভালবাসা।” শাহরুখের এই বার্তা বর্তমানে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।
অক্ষয় কুমারও সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ পোস্ট করেছেন। তিনি লেখেন, “গর্বের সঙ্গে বলো, আমরা ভারতীয়। শুভ সাধারণতন্ত্র দিবস। জয় হিন্দ! জয় ভারত!” অনুপম খেরও লিখেছেন, “আপনাদের সকলকে শুভেচ্ছা। শুভ সাধারণতন্ত্র দিবস। জয় হিন্দ। জয় ভারত। ভারতমাতা কি জয়। বন্দে মাতরম্।”
সম্প্রতি মুক্তি পেয়েছে দেশাত্মবোধক ছবি ‘বর্ডার ২’। সেই ছবির সাফল্য উপভোগ করছেন সানি দেওল। সাধারণতন্ত্র দিবসে তিনি লেখেন, “নিজের মান, সম্মান ও গর্ব— সবকিছুর উপরে হিন্দুস্তানকে রাখে এই ভূমিপুত্র। সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা।” ১৯৯৭ সালের ‘বর্ডার’-এ অভিনয় করেছিলেন সুনীল শেট্টী। তিনি এই দিন লেখেন, “স্বাধীনতা আমাদের কণ্ঠ দিয়েছে। দায়িত্ব দিয়েছে। আমরা যেন স্বাধীনতাকে সব সময়ে সম্মান করতে পারি। তেরঙ্গার জন্য, দেশের জন্য— জয় হিন্দ! জয় ভারত।”
আলিয়া ভট্ট, মৃণাল ঠাকুর, অদা শর্মা, অমিতাভ বচ্চন, অনিল কপূর, ভিকি কৌশলও শুভেচ্ছা জানিয়েছেন।