Shah Rukh Khan

শাহরুখের নাকে অস্ত্রোপচার, উদ্বেগে অনুরাগীরা, ভোরবেলা দর্শন দিলেন বাদশা, কেমন আছেন?

মঙ্গলবার দুপুরে আচমকাই শোনা যায় শুটিং সেটে আঘাত পেয়ে অস্ত্রোপচার করান শাহরুখ খান। ঘটনার চব্বিশ ঘণ্টা পার করার আগেই ভোরবেলা দর্শন দিলেন অভিনেতা। কেমন আছেন বাদশা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ০৯:০১
Share:

অভিনেতা শাহরুখ খান। ছবি : সংগৃহীত।

লস অ্যাঞ্জেলসে শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন শাহরুখ খান। নাকে আঘাত পেয়েছেন অভিনেতা। করাতে হয়েছে অস্ত্রোপচার। মঙ্গলবার হঠাৎই এমন এক খবর যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভারতে। শোনা যায়, অস্ত্রোপচারের কারণে নাকে বেঁধে রাখতে হচ্ছে ব্যান্ডেজে। স্বাভাবিক ভাবেই উদ্বেগে শাহরুখ-অনুরাগীরা। সমাজমাধ্যমের পাতায় তাঁরা তা প্রকাশও করেন। দিনভর চলে উদ্বেগ। প্রিয় তারকার আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা। যদিও এই ঘটনার চব্বিশ ঘণ্টা পার করার আগেই ভোরবেলা দর্শন দিলেন অভিনেতা। না, মন্নতের ছাদে নয়, বরং দুই ছেলে ও স্ত্রী গৌরী খানের সঙ্গে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। একেবারে সুস্থ, নাকে কোনও ব্যান্ডেজও নেই। অভিনেতাকে দেখা মাত্রই জ্বলে উঠল আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ। মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই ছবি।

Advertisement

শাহরুখের পরনে নীল রঙের হুডি, জিন্‌স ও মাথায় টুপি। অন্য দিকে, ছোট ছেলে আব্রামের হাত ধরে বিমানবন্দরের অন্দরে ঢুকলেন গৌরী খান। বড় ছেলে আরিয়ান খানও ছিলেন তাঁদের সঙ্গে, তবে কন্যা সুহানার দেখা মেলেনি। খান পরিবারকে একসঙ্গে দেখে খানিকটা স্বস্তির নিশ্বাস ফেললেন শাহরুখ-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘‘যাক, এ বার স্বস্তিতে ঘুমোতে পারব।’’ কারও কথায়, ‘‘রাজা ফিরে এসেছেন এবং সুস্থ আছেন দেখেই শান্তি।’’ কেউ কেউ আবার অভিনেতার অস্ত্রোপচারের খবরের সত্যতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন।

এই মুহূর্তে ‘জওয়ান’ ছবির কাজে ব্যস্ত শাহরুখ। ‘পাঠান’-এর সাফল্যে পর শাহরুখের এটা প্রথম সর্বভারতীয় ছবি। সেখানেও পুরোদস্তুর অ্যাকশন অবতারেই দেখা যাবে শাহরুখকে। এই মুহূর্তে জোরকদমে চলেছে ‘জওয়ান’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। এবং বাকি টুকটাক কিছু প্যাচ শুট। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘জওয়ান’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement