তোমার মতো

গৌরীর ফ্যাশন সেন্সও জবরদস্ত। অনেক বারই সিনেমার জন্য শাহরুখের পোশাক বাছাই করেছেন। তবে এখন অন্যত্র থাকার সুবাদে হয়তো সেটা হয়ে ওঠে না। কিন্তু গৌরীর টিপ্‌স যে শাহরুখ এখনও মেনে চলেন, সেটা এই পোস্ট থেকেই বোঝা গেল।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ০০:১২
Share:

গৌরী খান ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলেন। যেখানে তাঁকে রিপ্‌ড ব্লু ডেনিম আর টি-শার্টে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখা, ‘ব্লু জিনস আর টি-শার্ট, এটাই আমার ২০১৭-র লুক’। সেই দেখে শাহরুখও একটি পোস্ট করেন আব্রামকে সঙ্গে নিয়ে। বাবা-ছেলের পরনেও ডেনিম আর টি-শার্ট। শাহরুখ লিখেছেন, ‘টিপসের জন্য ধন্যবাদ। আমরাও ২০১৭-র জন্য তৈরি তা হলে’। গৌরীর ফ্যাশন সেন্সও জবরদস্ত। অনেক বারই সিনেমার জন্য শাহরুখের পোশাক বাছাই করেছেন। তবে এখন অন্যত্র থাকার সুবাদে হয়তো সেটা হয়ে ওঠে না। কিন্তু গৌরীর টিপ্‌স যে শাহরুখ এখনও মেনে চলেন, সেটা এই পোস্ট থেকেই বোঝা গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement