তনুজার সঙ্গে সেলফি তুললেন শাহরুখ

‘লে লে এক সেলফি লে লে রে’.. ‘বজরঙ্গি ভাইজান’-এর এই গানের দৃশ্যের প্রতিটা মুহূর্তে বিভিন্ন লোকের সঙ্গে সেলফি তুলে বেড়িয়েছেন সলমন। তবে সলমন একা নন। অনেকেই এই মোহ থেকে নিজেকে আলাদা করতে পারেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

‘লে লে এক সেলফি লে লে রে’.. ‘বজরঙ্গি ভাইজান’-এর এই গানের দৃশ্যের প্রতিটা মুহূর্তে বিভিন্ন লোকের সঙ্গে সেলফি তুলে বেড়িয়েছেন সলমন। তবে সলমন একা নন। অনেকেই এই মোহ থেকে নিজেকে আলাদা করতে পারেন না। এমন কি যাঁদের সঙ্গে সেলফি তোলার জন্য মানুষ পাগল, সেই সেলেব্রিটিরাও এই সেলফির লোভ সামলাতে পারেন না।

Advertisement

এ বার ছবির শুটিংয়ে গিয়ে অভিনেত্রী তনুজার সঙ্গে সেলফি তুললেন শাহরুখ খান। এই মুহূর্তে ‘দিলওয়ালে’র শুটিং চলছে আইসল্যান্ডে। ছবিতে কিং খানের বিপরীতে রয়েছেন কাজল। শাহরুখ-কাজলের জুটিকে আবার সিনে পর্দায় নিয়ে আসছেন পরিচালক রোহিত শেট্টি। ছবির গানের দৃশ্যের শুটিং চলছে বরফ উপত্যকায়। শুটিংয়ের ক’টা দিন মেয়ে কাজলের সঙ্গে মা তনুজাও উপস্থিত ছিলেন আইসল্যান্ডে। আর এমন সুযোগ কোনওমতেই হারাতে রাজি হননি শাহরুখ। টুইটারে তনুজার সঙ্গে সেলফি পোস্ট করেছেন নায়ক। তিনি এ-ও জানিয়েছেন যে, তাঁর বাবা তাজ মহম্মদ খানের অন্যতম প্রিয় নায়িকা ছিলেন তনুজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement