নতুন ক্রিকেট টিমের মালিক হচ্ছেন শাহরুখ?

ক্রিকেট টিমের মালিক হওয়ার অভিজ্ঞতা তাঁর আগেই হয়েছে। এ বার হয়তো আরও একটা নতুন ক্রিকেট টিমের মালিক হতে চলেছেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি নতুন লিগ শুরু হবে। সেখানেও টিম কিনবেন বলিউড বাদশা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৫ ১৩:১২
Share:

ক্রিকেট টিমের মালিক হওয়ার অভিজ্ঞতা তাঁর আগেই হয়েছে। এ বার হয়তো আরও একটা নতুন ক্রিকেট টিমের মালিক হতে চলেছেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি নতুন লিগ শুরু হবে। সেখানেও টিম কিনবেন বলিউড বাদশা।

Advertisement

আগামী ২৬ জানুয়ারি থেকে ১৮ ম্যাচের এই সিরিজ শুরু হবে বলে জানা গিয়েছে। খেলা হবে দুবাই, আবু ধাবি এবং শারজাতে। মোট ছ’টি টিম খেলবে এই সিরিজে। এই ছয় টিমের ক্যাপ্টেন হলেন ওয়াসিম আক্রম, ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, মাহেলা জয়বর্ধনে, কুমারা সাঙ্গাকারা, বীরেন্দ্র সহবাগ।

এই ছ’টি টিমের মধ্যে একটি কিনেছেন মহেন্দ্র সিংহ ধোনির বিজনেস পার্টনার অরুণ পাণ্ডে। আসন্ন এই লিগের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর স্যাম খান জানিয়েছেন, ‘‘আমরা গত তিন বছর ধরে এই প্রজেক্টটার ওপর কাজ করছি। শাহরুখ খান একটা টিম কিনছেন। সঞ্জয় দত্তও খুব আগ্রহ দেখিয়েছেন। সঞ্জয় এবং ওনার স্ত্রী মান্যতা একটা টিম কিনছেন। সোহেল খানের সঙ্গেও কথা চলছে।’’ মোট ২৬০ জন প্রাক্তন ক্রিকেটার এই লিগে অংশ নেবেন। থাকবেন শোয়েব আখতার, ব্রেট লি-র মতো তারকা ক্রিকেটাররা। শাহরুখও এই নতুন ক্রিকেট টিমের মালিক হিসেবে প্রজেক্টটা এনজয় করবেন বলেই মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement