Shah Rukh Khan

Aryan Khan: অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ বন্ধ, সাপ্তাহিক হাজিরা, একাধিক নির্দেশ আরিয়ানকে

জামিন পেলেও খুব সহজ হবে না ২৩ বছর বয়সি তারকা-সন্তানের জীবন। আদালতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে শাহরুখ-পুত্রকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ১৯:৩৩
Share:

পুরোপুরি সহজ হয়ে যাবে না আরিয়ানের জীবন।

মাদক-কাণ্ডে ২৫ দিন পর ছাড়া পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। ইতিমধ্যেই ‘মন্নত’-এর সামনে ভিড় জমিয়েছেন উচ্ছ্বসিত অনুরাগীরা। শুরু হয়ে গিয়েছে উদ্‌যাপন। প্রায় তিন সপ্তাহ পর ঘরের ছেলে ঘরে ফিরছে বলে কথা! কিন্তু জামিন বন্দিদশায় ইতি টানলেও খুব সহজ হবে না ২৩ বছর বয়সি তারকা-সন্তানের জীবন। আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে তাঁকে।

Advertisement

কী কী নির্দেশ দেওয়া হয়েছে শাহরুখ-পুত্রকে?


প্রথমত আরিয়ানের পাসপোর্ট জমা রাখতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতের কাছে।

প্রত্যেক শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে হাজিরা দিতে হবে তাঁকে।

কোনও অভিযুক্ত বা সাক্ষীর সঙ্গে নিজে বা অন্য কারও মারফত যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। এতে তথ্যপ্রমাণ নয়ছয় হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশেষ আদালতে বাকি থাকা বিচারপ্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে পারবেন না আরিয়ান-সহ কোনও অভিযুক্তই।

Advertisement

উপরের প্রত্যেকটি নির্দেশই বর্তমানে মেনে চলতে হবে শাহরুখ-তনয়কে। মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে মুক্তি পেয়ে ‘মন্নত’-এ ফিরলেও আপাতত পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারবেন না আরিয়ান। তবে দীপাবলি এবং শাহরুখের জন্মদিনের আগেই ছেলের বাড়ি ফেরার খবরে সাময়িক স্বস্তির হাওয়া খান পরিবারে। শোনা যাচ্ছে, শুক্র বা শনিবার বাড়ি ফিরতে পারেন আরিয়ান। আপাতত ছেলেকে কাছে পাওয়ার প্রহর গুনছেন শাহরুখ এবং গৌরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন