পারিশ্রমিকের দিক থেকে শাহিদের তুলনায় কতটা পিছিয়ে তাঁর নায়িকারা? ছবি: সংগৃহীত।
বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিয়ো’-তে একেবারে অন্য ভাবে দেখা যাবে শাহিদ কপূরকে। বলিসূত্রে খবর, এই ছবির জন্য নায়কের শরীর জুড়ে বিশেষ ট্যাটু আঁকা হয়েছে। মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। সেই নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, এই ছবির জন্য ৪৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন শাহিদ। নায়কের সঙ্গে অন্য অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকের ফারাক কতটা?
এই ছবি নিয়ে আপত্তি জানিয়েছে উস্তরার পরিবার। যদিও ছবিতে শাহিদ ছাড়াও রয়েছেন তিন নায়িকা— তৃপ্তি ডিমরী, তমন্না ভাটিয়া ও দিশা পটানী। এ ছাড়াও রয়েছেন নানা পটেকর, বিক্রান্ত ম্যাসি ও অবিনাশ তিওয়ারি। ছবিতে শাহিদ আসলে এক ভাড়াটে খুনি। আফসা নামে এক মেয়ের প্রেমে পড়ে যায় এই চরিত্রটি। সেই চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি ডিমরী। এই মুহূর্তে, ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পরে এক ঝাঁক ছবির প্রস্তাব তৃপ্তির হাতে। এই ছবিটির জন্য নাকি তৃপ্তি পেয়েছেন ৬ কোটি টাকা।
এই ছবিতে তৃপ্তিকে পারিশ্রামিকের দিক থেকে টেক্কা দিয়েছেন তমন্না ভাটিয়া। এই মুহূর্তে বলিউডে আইটেম ডান্সার হিসাবে শীর্ষে রয়েছেন তমন্না। যে গানে নাচ করছেন, সেটাই হিট্। তবে এই ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। হুসেন উস্তরার ঘনিষ্ঠ স্বপ্না দিদির চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে তমন্না ও শাহিদের প্রেমের দৃশ্যও দেখানো হয়েছে, সেখানেই আপত্তি তুলেছে উস্তরার পরিবার। তাঁদের দাবি, হুসেনের সঙ্গে স্বপ্নার ভাইবোনের সম্পর্ক ছিল। তাঁদের অভিযোগ, এই ছবিতে সেই সম্পর্কের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এই ছবির সমস্ত অভিনেত্রীর মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন তমন্না। তিনি পেয়েছেন ৭ কোটি টাকা। ছোট একটি চরিত্রে রয়েছেন দিশা। তাঁকে দেখা যাবে নৃত্যশিল্পীর চরিত্রে। তিনি পেয়েছেন ২ কোটি টাকা। নানা পটেকরকে দেখা যাবে পুলিশের চরিত্রে, তিনি পেয়েছেন ৪ কোটি টাকা।