চুমু স্পেশাল ফার্স্ট অ্যানিভার্সারি কাটালেন শাহিদ-মীরা

ফার্স্ট অ্যানিভার্সারি। সেটা সবসময়ই স্পেশাল। সেই মুহূর্তকে আরও স্পেশাল করে রাখলেন সেলেব দম্পতি শাহিদ কপূর এবং মীরা রাজপুত। অ্যানিভার্সারি স্পেশাল চুমু শেয়ার করলেন ওয়েব দুনিয়ায়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ১৪:০৫
Share:

বিয়ের পর শাহিদ-মীরার প্রথম সেলফি।— ফাইল চিত্র।

ফার্স্ট অ্যানিভার্সারি। সেটা সবসময়ই স্পেশাল। সেই মুহূর্তকে আরও স্পেশাল করে রাখলেন সেলেব দম্পতি শাহিদ কপূর এবং মীরা রাজপুত। অ্যানিভার্সারি স্পেশাল চুমু শেয়ার করলেন ওয়েব দুনিয়ায়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই সেলেব চুমু নিয়ে আলোচনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

২ জুলাই ২০১৫। নয়াদিল্লিতে ধুমধাম করে বিয়ে হয় শাহিদ-মীরার। এক সঙ্গে এক বছর কাটালেন তাঁরা। ইতিমধ্যেই এক নতুন অতিথি আসতে চলেছে কপূর দম্পতির জীবনে। মীরার মা হওয়ার খবর সকলেই জানেন। প্রেগন্যান্ট ‘বেবি ওয়াইফ’-এর যত্ন নেওয়ার ফাঁকে প্রথম বিবাহবার্ষিকী আরও রোম্যান্টিক করে রাখলেন নায়ক। আপনিও দেখুন সেই সুন্দর মুহূর্তের ছবি।

আরও পড়ুন, শাহিদ-মীরার পরিবারে নতুন সদস্য আসছে কবে?

Advertisement


অ্যানিভার্সারি স্পেশাল চুমু। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement