ফার্স্ট ডেটে মীরার সম্বন্ধে এই সব ভেবেছিলেন শাহিদ!

২০১৫-তে নিজের থেকে ১৪ বছরের ছোট মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন শাহিদ কপূর। সেই সময় শাহিদের এ হেন সিদ্ধান্তে বলি-পাড়ার অনেকেই নাক কুঁচকেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ২১:৪৪
Share:

২০১৫-তে নিজের থেকে ১৪ বছরের ছোট মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন শাহিদ কপূর। সেই সময় শাহিদের এ হেন সিদ্ধান্তে বলি-পাড়ার অনেকেই নাক কুঁচকেছিলেন। আবার পছন্দের নায়ককে এই রকম ডি-গ্ল্যাম বিয়ে করতে দেখে মনও ভেঙেছিল অনেকের। কিন্তু, টিনসেল টাউন থেকে সহস্র যোজন দূরে থাকা, নিজের থেকে ১৪ বছরের ছোট, দিল্লির বাসিন্দা মীরাকে কেন বিয়ে করেছিলেন শাহিদ? তাঁর পিছনে নাকি লুকিয়ে রয়েছে সেই প্রথম দিনের ডেটিংয়ের ঘটনা। ‘উড়তা পঞ্জাব’-এর নায়ক জানাচ্ছেন, সেই দিনের পরই ঠিক করে ফেলেছিলেন একেই বিয়ে করবেন।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ জানিয়েছেন, মীরার সঙ্গে তাঁর প্রথম দিনের ডেটের কথা। প্রথম দিন তাঁরা ডেট করেছিলেন দিল্লিতে এক বন্ধুর ফার্মহাউসে। প্রথম দিনেই টানা সাত ঘণ্টা ধরে কথা বলেছিলেন দু’জনে! তার পর থেকে প্রতি দিনই নাকি একটু একটু করে মীরার প্রতি ভালবাসা বেড়েছে তাঁর।

আরও পড়ুন: ছোটছেলের নাম কী দিলেন রীতেশ-জেনেলিয়া?

Advertisement

শুধু তাই নয় শাহিদ বলেন, ‘‘দেখেছিলাম ওঁর চোখ দু’টো ঠিক কালো নয়। একটু বাদামি মতো। আর এটাই আমাকে টেনেছিল। তখনই সিদ্ধান্ত নিই বিয়ে করলে এই মেয়েকেই বিয়ে করব। কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে বলি, আরে বেশরম, ওঁর তো মাত্র ২০ বছর বয়স!’’

কিন্তু মনের মিল কি আর বয়স মানে? প্রমাণ করলেন শাহিদ-মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement