Entertainment News

‘ডিয়ার জিন্দেগি’তে কি আলিয়ার সঙ্গে রোম্যান্স করবেন শাহরুখ?

এই প্রথম বার বড় পর্দায় এক সঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং আলিয়া ভট্টকে। পরিচালক গৌরী শিন্ডের পরবর্তী ছবি ‘ডিয়ার জিন্দেগি’-এ এক সঙ্গে দেখা যাবে এই দু’জনকে। ছবিতে আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে মোট চার নায়ককে— আদিত্য রায় কপূর, অঙ্গদ বেদী, আলি জাফর এবং কুণাল কপূরকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ১২:৫৬
Share:

এই প্রথম বার বড় পর্দায় এক সঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং আলিয়া ভট্টকে।

এই প্রথম বার বড় পর্দায় এক সঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং আলিয়া ভট্টকে। পরিচালক গৌরী শিন্ডের পরবর্তী ছবি ‘ডিয়ার জিন্দেগি’-এ এক সঙ্গে দেখা যাবে এই দু’জনকে। ছবিতে আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে মোট চার নায়ককে— আদিত্য রায় কপূর, অঙ্গদ বেদী, আলি জাফর এবং কুণাল কপূরকে। ছবিটিতে প্রযোজকের ভূমিকায় রয়েছেন কর্ণ জোহর এবং গৌরি খান।

Advertisement

‘ডিয়ার জিন্দেগি’র একটা ব্যপারে কিন্তু এখনও বেশ ধোঁয়াশা রয়েছে। ছবিতে শাহরুখের ভূমিকাটা ঠিক কী সে ব্যপারে এখনও কোনও সঠিক ইঙ্গিত মিলছে না।

তাই এ ছবিতে শাহরুখ খানের ভূমিকা নিয়ে কতগুলি জল্পনা ঘোরাফেরা করছে বি-টাউনে।

Advertisement

১) ছবিতে কি আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শাহরুখকে?

২) ছবির চার নায়কের মধ্যে যে কোনও এক জনকে বেছে নিতে কি আলিয়াকে সাহায্য করতে ‘লভ গুরু’র ভূমিকায় অবতীর্ণ হবেন শাহরুখ?

নাকি

৩) ছবির চার নায়ককে ‘মহব্বতে’ ছবির মতো ‘লভ টিপ্‌স’ দেবেন বলিউড বাদশা?

এই প্রশ্নগুলোর উত্তর মিলতে এখনও অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ডিয়ার জিন্দেগি’র ‘ফার্স্ট লুক’। যা দেখার পর ছবিটি নিয়ে দর্শকদের উত্সাহ আরও বহুগুণ বেড়ে গিয়েছে।

আরও পড়ুন...
মুক্তি পাচ্ছে ‘কাবালি’, ছুটি ঘোষণা চেন্নাই, বেঙ্গালুরুর অফিসে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement