Shahrukh Khan

শাহরুখের মনের কথা

তিনি মুখ খুলছেন না বলে সমালোচিত হচ্ছেন। হয়তো মুখ খুললেও সমালোচিত হতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০০:০৩
Share:

শাহরুখ

তিনি মুখ খুলছেন না বলে সমালোচিত হচ্ছেন। হয়তো মুখ খুললেও সমালোচিত হতেন। যেমনটা অতীতে হয়েছেন। সরাসরি বিতর্কে না ঢুকেই কী ভাবে ‘মন কী বাত’ বলতে হয়, তা বোধহয় শাহরুখ খানের মতো অভিনেতা ভালই জানেন।

Advertisement

নাগরিকপঞ্জি (এনআরসি) এবং সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে গোটা দেশ উত্তাল। কেন শাহরুখের মতো ব্যক্তিত্ব এ বিষয়ে মুখ খুলছেন না, তা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছোট পর্দার একটি ডান্স রিয়্যালিটি শোয়ে এসেছিলেন শাহরুখ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা বলেন, ‘‘আমার স্ত্রী গৌরী হিন্দু, আমি মুসলমান আর আমার ছেলেমেয়েরা হিন্দুস্তান।’’ হাততালির ঝড় বয়ে যায়। শাহরুখ তাঁর মেয়ে সুহানার প্রসঙ্গ তুলে বলেন, ‘‘স্কুলের ফর্ম ফিল আপ করার সময়ে ধর্ম লিখতে হয়। সুহানা খুব চিন্তিত ছিল, কী লিখবে তা নিয়ে। আমি বলেছিলাম, ভারতীয় লিখতে। আলাদা করে ধর্ম বলে কিছু নেই। থাকতে পারে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন