Shakib Khan

‘শাকিব ধর্ষণ করল, আর শুটিংয়ের সময় সেটা কেউ বুঝল না’! চক্রান্তের আভাস বুবলির পোস্টে

অভিযোগে ক্ষতবিক্ষত শাকিব খান। বাংলাদেশি অভিনেতা এ বার পাশে পেলেন প্রাক্তন স্ত্রী বুবলিকে।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১০:৫৬
Share:

শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন বুবলি। ছবি: সংগৃহীত।

গত সপ্তাহে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগ। ছবির প্রযোজক রহমত উল্লাহ অভিযোগ আনেন শাকিবের বিরুদ্ধে। এই নিয়ে প্রায় চলছে বিস্তর বিতর্ক, জল্পনা। এর মাঝেই ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছেন অনেকেই। যদিও ঘটনা ২০১৭ সালের। অষ্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি ছবির শুটিং করতে গিয়েই শাকিবের নানা কীর্তি, অভিযোগ করেন ছবির প্রযোজক। এ দিকে ব্যক্তিগত জীবনেও যে ভারসাম্য রয়েছে, তেমনটাও নয়। শাকিবের দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলি। দু’জনের সঙ্গেই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। তবু দুই সন্তানের দায়িত্ব নিয়েছেন অভিনেতা। যদিও স্বামীর দুর্দিনে তাঁর পাশেই দাঁড়ালেন বুবলি, এই ঘটনার পর বুবলি প্রশ্ন তোলেন অভিযোগকারীদের বিরুদ্ধে।

Advertisement

অভিনেত্রী শবনম বুবলি নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘শাকিব খান এক জন অভিনয়শিল্পী, যে কি না প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাঁকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।’’

ছবির প্রযোজক রহমত উল্লাহ শাকিবের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন, সেই প্রসঙ্গে বুবলির বলেন, ‘‘অপারেশন অগ্নিপথ নামে একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিব খানের ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে, নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি, তাঁকে নিয়ে নানা অভিযোগ করছেন...আচ্ছা শুটিং চলাকালীন এত এত অভিযাগ যখন টের পেয়েছিল ওনারা, তা হলে কেন তখন তাঁকে বাদ দেওয়া হল না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দুই পক্ষের কথা শোনা হলো না?’’

Advertisement

শাকিবের বিরুদ্ধে অভিযোগ ছিল মধ্যরাতে নিজের হোটেলের ঘরে নিয়মিত হোটেলে যৌনকর্মীদের নিয়ে আসতেন। এটা ছিল প্রতি দিনের অভ্যাস। অনেক সময় সেই যৌনকর্মীদের পারিশ্রমিক দিতে হত প্রযোজকদের। শাকিবের এই অভ্যাসের জন্যও প্রচুর টাকাও ব্যয় হয় প্রযোজকদের। সেই অভিযোগের বিরুদ্ধে বুবলি বলেন, ‘‘মধ্যরাতে হোটেলে কক্ষে নারী কি করছিল, কোন উদ্দেশ্যে গিয়েছিল?’’ বুবলীর প্রশ্ন, ‘‘উনি যদি কোনও ব্যাপারে দোষ করে থাকতেন, তা হলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাঁকে তখন শুটিংয়ের অনুমতিই দিতেন না, শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।’’

শেষে বুবলির সংযোজন, ‘‘কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছু দিন পর পরই শাকিব খানকে নিয়ে উঠেপড়ে লাগে। নানা চক্রান্তে মেতে ওঠে। তাঁকে হটিয়ে দিতে পারলেনই রাজা।’’ আসলে বুবলি গোটা ঘটনায় শাকিবের বিরুদ্ধে চক্রান্তের জাল দেখতে পাচ্ছেন বলেই মত একাংশের।

অন্য দিকে, শাকিব বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। রহমত আসলে এই ছবির প্রযোজকই নয়। ‘অপারেশন অগ্নিপথ’ ছবিটির আসল প্রযোজক হলেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। চুক্তিপত্রেও তাই লেখা আছে। আমি এই ভুয়ো প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন