Shalini Pandey

অন্তর্বাসহীন সিক্ত পোশাকে ক্যামেরার সামনে শালিনী! হঠাৎ কেন এত সাহসী? উঠছে প্রশ্ন

পরনে সাদা রঙের চাপা টি-শার্ট। ফোটোশুটের জন্য সেই টি-শার্ট জলে ভিজিয়েছেন অভিনেত্রী। টি-শার্টের নীচে অন্তর্বাস বলতে কিছুই নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৮:৫১
Share:

নতুন রূপে শালিনী। ছবি: সংগৃহীত।

বিনোদন জগতে যৌন হেনস্থার অভিজ্ঞতা জানিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন কিছু দিন আগেই। এ বার শরীরী বিভঙ্গে নেটপাড়ায় উত্তাপ ছড়ালেন অভিনেত্রী শালিনী পাণ্ডে। ‘অর্জুন রেড্ডি’ ছবিতে আপাদমস্তক ঢাকা সালোয়ার কামিজ়ে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কিন্তু এ বার একেবারে অন্য অবতারে ধরা দিলেন তিনি। শালিনীকে দেখে অবাক তাঁর অনুরাগীরা।

Advertisement

পরনে সাদা রঙের চাপা টি-শার্ট। ফোটোশুটের জন্য সেই টি-শার্ট জলে ভিজিয়েছেন অভিনেত্রী। টি-শার্টের নীচে অন্তর্বাস বলতে কিছুই নেই। টি-শার্টের সঙ্গে নিম্নাঙ্গে সাদা রঙের অন্তর্বাস ও তার উপর সাদা রঙের স্যারং। এলোমেলো ভেজা চুল ও হালকা প্রসাধন। এমন রূপে আগে কখনও দেখা যায়নি শালিনীকে। চিরকাল পাশের বাড়ির মেয়ে অথবা মিষ্টি মেয়ের চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। তাই এই সাহসী ফোটোশুট অনুরাগীদের কাছে বড় চমক। এক অনুরাগীর কথায়, “সত্যিই অবাক করার মতো পরিবর্তন!”

দক্ষিণী ছবি ‘অর্জুন রেড্ডি’ থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেন অভিনেত্রী। সম্প্রতি ‘মহারাজ’ ও ‘ডাব্বা কার্টেল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কিছু দিন আগেই এক পরিচালকের কথা প্রকাশ্যে এনেছিলেন শালিনী। এক বার প্রসাধনী ভ্যানে তৈরি হচ্ছিলেন শালিনী। তিনি যখন পোশাক বদলাচ্ছেন, ঠিক তখনই ছবির পরিচালক ঢুকে পড়েছিলেন ভ্যানে। প্রবেশ করার আগে ভ্যানের দরজায় কড়া পর্যন্ত নাড়েননি!

Advertisement

শালিনী বলেছিলেন, “তিনি ভ্যানে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে, আমি চিৎকার করতে শুরু করি। আমি থতমত খেয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স মাত্র ২২।” পরিচালক বেরিয়ে যাওয়ার পরে কলাকুশলীরা বলেছিলেন, শালিনীর ওই ভাবে চিৎকার করা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement