shankar mahadevan hariharan concert

রাত পোহালেই শহরে যুগলবন্দি শঙ্কর মহাদেবন-হরিহরণের, উত্তাপে থরথর কল্লোলিনী, কেমন চলছে প্রস্তুতি?

‘তু হি রে.... ’। যে কোনও অনুষ্ঠানে ‘বম্বে’ ছবির এই মাতাল করা গানটি গেয়ে থাকেন হরিহরণ। এ বারও কি নব্বইয়ের দশকের সেই নস্ট্যালজিয়া ফের উস্কে দেবেন! সঙ্গী শঙ্কর মহাদেবন কী উপহার দেবেন সুরে সুরে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ২০:৪০
Share:

দুই গায়কের যুগলবন্দি শহর কলকাতায়। ছবি: সংগৃহীত।

শহরে ইতিমধ্যে এসে হাজির হয়েছেন হরিহরণ। ব্যস্ততার কারণে কাল অনুষ্ঠানের দিন, শনিবার একেবারে হাজির হবেন শঙ্কর মহাদেবন। এই দুই গায়কের যুগলবন্দির সাক্ষী থাকবে কলকাতা। বিশ্ব বাংলা প্রাঙ্গণে হবে এই অনুষ্ঠান।

Advertisement

দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে শো করেছেন ওঁরা দু’জনেই। কলকাতায় আগে হরিহরণ একক অনুষ্ঠান করেছেন। শঙ্কর মহাদেবনও নিজের মতো করে অনুষ্ঠান করেছেন। তবে এমন যুগলবন্দি সচরাচর দেখা যায় না। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। হরিহরণ ও শঙ্কর মহাদেবন ছাড়াও এই অনুষ্ঠানে গাইবেন বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুরা। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি বলিউডের গানের সংখ্যা কম নয় হরিহরণের। যে কোনও অনুষ্ঠানে তিনি ‘বম্বে’ ছবির ‘তু হি রে...’ গানটি গেয়ে থাকেন। এ বার কলকাতায় নব্বইয়ের দশকের সেই নস্ট্যালজিয়া কি ফের উস্কে দেবেন! অপেক্ষায় শহরবাসী। অন্য দিকে, শঙ্কর মহাদেবনের ঝুলিতে অসংখ্য বলিউড হিট। একটা লম্বা সময় ধরে বলিউডে গাইছেন, সুর দিচ্ছেন। এখনও যেন গায়কের ‘ব্রেথলেস’ গানটিকে টেক্কা দিতে পারে, এমন গায়ক সচরাচর মেলে না বলে অনেকের দাবি। দু’জনে দক্ষিণী হলেও বাংলা সহজেই বলতে পারেন। এ বার ‘সিটি অফ জয়’কে তাঁরা কতটা আনন্দ দেন সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement